হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ লাখ টাকা জরিমানা

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন’ লঙ্ঘন করায় একটি ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে দেওঘর ইউনিয়নের আলীনগর এলাকায় মেসার্স তাবিয়া ব্রিকস্ ইটভাটায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেসার্স তাবিয়া ব্রিকসের বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের একটি ধারা লঙ্ঘন করে দীর্ঘদিন ধরে ইট তৈরি ও ইটভাটা পরিচালনা করার অভিযোগ ছিল। বিষয়টি পরিবেশ অধিদপ্তরের নজরে এলে সোমবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মেসার্স তাবিয়া ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া সাময়িকভাবে ইটভাটাটি বন্ধ করে দেওয়া হয় এবং ভবিষ্যতে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন’ মেনে ইটভাটা পরিচালনার নির্দেশ দেন আদালত। 

এ সময় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন, পরিদর্শক রাখিবুল হাসানসহ পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। 

কিশোরগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন জানান, আইন লঙ্ঘন করে ইটভাটা পরিচালনার অপরাধে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে।

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ