হোম > সারা দেশ > গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় কিশোরীকে উত্ত্যক্ত করায় সংঘর্ষ, আহত ২৫

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

টুঙ্গিপাড়ায় কিশোরীকে ইভটিজিং কেন্দ্র করে সংঘর্ষে আহতদের পাশে তাদের স্বজনরা। ছবি: আজকের পত্রিকরা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক কিশোরীকে উত্ত্যক্ত এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৫ জুন) রাত ৮টায় উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১২ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে এবং একজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা গ্রাম্য চিকিৎসক ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

টঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এক কিশোরীকে উত্ত্যক্ত করা নিয়ে নিলফা গ্রামের মিরাজ মোল্লার ছেলে মোক্তার মোল্লার সঙ্গে একই গ্রামের হেদায়েত মেম্বারের ছেলে জামাল সিকদারের কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে উভয় পক্ষের লোকজন ইট-পাটকেল ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী ধরে চলা এই সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওসি খোরশেদ আরও জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া এ দুই পক্ষের মধ্যে আগে থেকে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। তবে এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।

গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফতাব জিলানী বলেন, সংঘর্ষে আহত হয়ে ১৩ জন গোপালগঞ্জ সদর হাসপাতালে আসেন। তখন একজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া ১২ জন ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১