হোম > সারা দেশ > ফরিদপুর

মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু, কিশোর–কিশোরী আহত

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের সালথায় মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে জিহাদ মোল্যা (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন কিশোর-কিশোরী আহত হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

আজ বুধবার দুপুরে ফরিদপুর-সালথা সড়কের উপজেলার গট্টি ইউনিয়নের কসবাগট্টি চেয়ারম্যান বাড়ির রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলে লোকজন আসার আগেই নসিমন চালক পালিয়ে যায়। 

দুর্ঘটনায় নিহত যুবক ফরিদপুর সদরের ঘোড়াদাহ গ্রামের কাইয়ুম মোল্যার ছেলে জিহাদ মোল্যা (২০)। আহতেরা হলো—প্রতাবপুর গ্রামের নিজামদ্দীন শেখের ছেলে সোহেল শেখ (১৬) ও একই গ্রামের বাবু মোল্যার বন্যা মেয়ে আক্তার (১৪) আহত হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে ফরিদপুর সদরের দিক থেকে ফরিদপুর-সালথা সড়কে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে চেয়ারম্যান বাড়ির রাস্তা থেকে আসা একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। তখন মোটরসাইকেলটি সড়কের ওপর ছিটকে পড়ে গুঁড়িয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি নিয়ে করেন। এর মধ্যে জিহাদ মোল্যা হাসপাতালে নেওয়ার পরপরই মারা যান। অপর দুজনের অবস্থাও আশঙ্কাজনক।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শেখ সাদিক বলেন, ‘ফরিদপুর-সালথা সড়কে মোটরসাইকেল ও নসিমন সংঘর্ষে এক যুবক হাসপাতালে নেওয়ার পর মারা যান। এ ঘটনায় আরও দুই কিশোর-কিশোরী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। এ বিষয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট