হোম > সারা দেশ > ঢাকা

পেনশন স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা

ঢাবি প্রতিনিধি

অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারি করা সর্বজনীন পেনশন ‘প্রত্যয় স্কিমের’ প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে আজ সোমবার পূর্ণাঙ্গ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকেরা। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত কোনো ধরনের ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কাজে অংশ নেননি তাঁরা।

দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কলাভবনের প্রধান ফটকেও অবস্থান নেন শিক্ষকেরা। একই সময়ে ছাত্র-শিক্ষক কেন্দ্র টিএসসিতে বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনা সভা চললেও সেখানে অংশ নেননি শিক্ষক সমিতির নেতারা।

অবস্থানকালে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা আজকের পত্রিকাকে বলেন, ‘পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষক সমিতি ফেডারেশনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সর্বাত্মক কর্মবিরতি চলছে। আমাদের দাবির বিষয়ে আমরা একমত, আমরা দাবি থেকে সরব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো ধরনের ক্লাস-পরীক্ষা চলবে না। প্রত্যয় স্কিম নামের বৈষম্যমূলক স্কিম চালু করে শিক্ষকদের ভেতরে একদল লোক বৈষম্য সৃষ্টি করতে চায়। আমরা সেটা হতে দেব না।’

এ সময় আরও বক্তব্য দেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এম অহিদুজ্জামান, সাবেক প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান, গণিত বিভাগের অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, নৃত্যকলা বিভাগের চেয়ারম্যান মনিরা পারভীন প্রমুখ। অবস্থান কর্মসূচিতে শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

এদিকে একই দাবিতে কর্মবিরতি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরাও। সকাল থেকে কোনো ধরনের অফিসে যাননি তাঁরা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কক্ষগুলোতে সেবা কার্যক্রম বন্ধ রেখেছেন কর্মকর্তা-কর্মচারীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক মো. মোতালেব আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় দিবস হওয়ার কারণে আমরা নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল-সমাবেশ করিনি। তবে আমাদের কেউ অফিস করেনি। সর্বাত্মক কর্মবিরতি চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান থাকবে।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু