হোম > সারা দেশ > ঢাকা

দুবাইতে লরির চাপায় ৫ বাংলাদেশি নিহত

দোহার ও নবাবগঞ্জ প্রতিনিধি

দুবাইতে সড়ক দুর্ঘটনায় ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার ৫ প্রবাসী নিহত হয়েছেন। তাঁরা দুবাইয়ের আজমান প্রদেশে বসবাস করতেন।

জানা যায়, রোববার (৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে কাজে যাওয়ার পথে তাঁদের বহন করা গাড়িটি বড় একটি লরির সঙ্গে লেগে যায়। এতে গাড়িতে থাকা নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নের বালেঙ্গা গ্রামের চারজন ও দোহার উপজেলার দোহার বাজার এলাকার একজন ঘটনাস্থলেই মারা যান। 

বালেঙ্গা গ্রামের বাসিন্দা আবিদ হাসান অভি আজকের পত্রিকাকে জানান, নিহতরা হলেন নবাবগঞ্জের বালেঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. রানা (৩০), আব্দুল হাকিমের ছেলে মো. রাশেদ (২৫), শেখ ইরশাদের ছেলে মো. রাজু (২৪) ও শেখ ইব্রাহীমের ছেলে ইবাদুল ইসলাম (৩৪)। 

তিনি আরও জানান, নিহত রানার আজকে বিয়ে ঠিক করেছিল পরিবার। একমাস পর দেশে ফিরলে তাঁর বিয়ে দেওয়ার কথা ছিল। আর রাজুর স্ত্রী ৪–৫ মাসের অন্তঃসত্ত্বা। 

নিহত এই চারজনের বাড়ি পাশাপাশি হওয়ায় পুরো গ্রামের শোকের মাতম চলছে বলেও জানান অভি। 

এ ছাড়া এই দুর্ঘটনায় দোহার বাজার এলাকার মো. মঞ্জুর ছেলে মো. হিরা মিয়া (২২) মারা গেছেন বলে জানা গেছে।

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি