হোম > সারা দেশ > ঢাকা

দুবাইতে লরির চাপায় ৫ বাংলাদেশি নিহত

দোহার ও নবাবগঞ্জ প্রতিনিধি

দুবাইতে সড়ক দুর্ঘটনায় ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার ৫ প্রবাসী নিহত হয়েছেন। তাঁরা দুবাইয়ের আজমান প্রদেশে বসবাস করতেন।

জানা যায়, রোববার (৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে কাজে যাওয়ার পথে তাঁদের বহন করা গাড়িটি বড় একটি লরির সঙ্গে লেগে যায়। এতে গাড়িতে থাকা নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নের বালেঙ্গা গ্রামের চারজন ও দোহার উপজেলার দোহার বাজার এলাকার একজন ঘটনাস্থলেই মারা যান। 

বালেঙ্গা গ্রামের বাসিন্দা আবিদ হাসান অভি আজকের পত্রিকাকে জানান, নিহতরা হলেন নবাবগঞ্জের বালেঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. রানা (৩০), আব্দুল হাকিমের ছেলে মো. রাশেদ (২৫), শেখ ইরশাদের ছেলে মো. রাজু (২৪) ও শেখ ইব্রাহীমের ছেলে ইবাদুল ইসলাম (৩৪)। 

তিনি আরও জানান, নিহত রানার আজকে বিয়ে ঠিক করেছিল পরিবার। একমাস পর দেশে ফিরলে তাঁর বিয়ে দেওয়ার কথা ছিল। আর রাজুর স্ত্রী ৪–৫ মাসের অন্তঃসত্ত্বা। 

নিহত এই চারজনের বাড়ি পাশাপাশি হওয়ায় পুরো গ্রামের শোকের মাতম চলছে বলেও জানান অভি। 

এ ছাড়া এই দুর্ঘটনায় দোহার বাজার এলাকার মো. মঞ্জুর ছেলে মো. হিরা মিয়া (২২) মারা গেছেন বলে জানা গেছে।

বনানীতে কর্কশিট ও হার্ডবোর্ডের গোডাউনে আগুন

বিপিসি চেয়ারম্যান ওএসডি, আলোচনায় জ্বালানি খাতে দুর্নীতি

রাজধানীর উত্তরায় বাসে আগুন

সাভারে গ্রেপ্তার ২৩ পোশাকশ্রমিককে কারাগারে প্রেরণ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে ৩ ফেব্রুয়ারি

সাভারে পোশাক কারখানায় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ২৩

এনবিআরের তারেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীর কদমতলীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যার

পল্লবীতে মুদিদোকানিকে গুলি, খিলক্ষেতে নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত

উত্তরায় ফার্নিচার মার্কেটে আগুন, ৬ দোকান পুড়ে ছাই