হোম > সারা দেশ > ঢাকা

মামলা তুলে নিতে শিশু আয়ানের বাবাকে হত্যার হুমকি

নিজস্ব প্রদিবেদক, ঢাকা

ভুল চিকিৎসায় নিহত শিশু আয়ানের বাবাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে এ হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় আয়ানের বাবা শামীম আহমেদ আজ রোববার বিকেলে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সন্ধ্যায় আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাজিরুর রহমান। 

তিনি বলেন, ‘আজ সকালে শামীম আহমেদ একটি সাধারণ ডায়েরি করেছেন।’ 
আয়ানের বাবা জিডিতে অভিযোগ করেন, আজ রোববার সকাল আনুমানিক ১১টার দিকে তিনি ও তার মামা আবদুস সালাম কবীর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশনের শুনানিতে যান। 

শুনানি শেষে সুপ্রিম কোর্ট থেকে বের হয়ে দুপুর সোয়া ১২টার দিকে শাহবাগ থানার অধীন হাইকোর্টের মাজার গেট থেকে বাংলাদেশ শিশু একাডেমিতে হেঁটে যাওয়ার পথে ৬ থেকে ৭ জন ব্যক্তি বাড্ডা থানায় ডাক্তারদের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে চাপ দেন। যদি মামলা তুলে না নেন, তবে অফিসে যাওয়ার সময় যেকোনো ধরনের ক্ষতি করা হবে বলে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন। 

এর আগে গত ২৫ জানুয়ারি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ক্যান্টিনের সামনে তিনজন অজ্ঞাতনামা ব্যক্তি একইভাবে মামলা তুলে নিতে হুমকি দেন। এ ঘটনায় শামীম ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। হুমকিদাতারা যেকোনো সময় তার ও তার পরিবারে বড় ধরনের ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করছেন শামীম। 

আজকের পত্রিকাকে শামীম আহামেদ বলেন, ‘মামলা তুলে নেওয়ার জন্য তারা প্রতিনিয়ত হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। এই ভয় থেকেই জিডিটা করা হয়েছে।’

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত