হোম > সারা দেশ > ঢাকা

মোহাম্মদপুরে বাজার কমিটির সভাপতি ও তাঁর ভাইকে গুলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি কাঁচাবাজার কমিটির সভাপতি ও তাঁর ভাইকে গুলি করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে শিয়া মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। বাজার কমিটির নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশের ধারণা।

গুরুতর আহত অবস্থায় বাজার কমিটির সভাপতি আবুল হোসেন (৫০) ও তাঁর ছোট ভাই মাহবুবকে (৪২) সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, একটি মোটরসাইকেলে করে তিনজন বাজারে ঢুকে সমিতির সভাপতি আবুল হোসেনের অফিসে যায়। সেখানে আলাপ-আলোচনা শেষে তিনজন বের হয়ে যাওয়ার সময় সভাপতি আবুল হোসেন চিৎকার শুরু করেন। তখন বাজারের লোকজন ওই তিন ব্যক্তিকে ঘিরে ধরলে একপর্যায়ে সবার সামনেই সভাপতি আবুল হোসেনের পায়ে দুটি এবং তাঁর ভাই মাহবুবের পিঠে একটি গুলি করে। পরে আরও দুটি ফাঁকা গুলি করে মোটরসাইকেল রেখেই দৌড়ে পালিয়ে যায় তারা।

ওসি জানান, এ ঘটনায় ওই বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গুলির ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা