হোম > সারা দেশ > ঢাকা

মোহাম্মদপুরে বাজার কমিটির সভাপতি ও তাঁর ভাইকে গুলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি কাঁচাবাজার কমিটির সভাপতি ও তাঁর ভাইকে গুলি করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে শিয়া মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। বাজার কমিটির নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশের ধারণা।

গুরুতর আহত অবস্থায় বাজার কমিটির সভাপতি আবুল হোসেন (৫০) ও তাঁর ছোট ভাই মাহবুবকে (৪২) সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, একটি মোটরসাইকেলে করে তিনজন বাজারে ঢুকে সমিতির সভাপতি আবুল হোসেনের অফিসে যায়। সেখানে আলাপ-আলোচনা শেষে তিনজন বের হয়ে যাওয়ার সময় সভাপতি আবুল হোসেন চিৎকার শুরু করেন। তখন বাজারের লোকজন ওই তিন ব্যক্তিকে ঘিরে ধরলে একপর্যায়ে সবার সামনেই সভাপতি আবুল হোসেনের পায়ে দুটি এবং তাঁর ভাই মাহবুবের পিঠে একটি গুলি করে। পরে আরও দুটি ফাঁকা গুলি করে মোটরসাইকেল রেখেই দৌড়ে পালিয়ে যায় তারা।

ওসি জানান, এ ঘটনায় ওই বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গুলির ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক