হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপ বাড়লেও যানজট নেই

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ সকালের চিত্র। আজকের পত্রিকা

ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল ও যাত্রীর চাপ বেড়েছে। তবে মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে কাঁচপুর থেকে মেঘনা সেতুর টোলপ্লাজা ১৪ কিলোমিটার সড়কে কোথাও কোনো যানজট দেখা যায়নি।

আজ বৃহস্পতিবার (৫ জুন) সকালে মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ড থেকে মদনপুর, মোগরাপাড়া চৌরাস্তা ও মেঘনা টোলপ্লাজায় এ চিত্র দেখা গেছে।

বুধবার দিনভর মহাসড়কের এসব পয়েন্টে কোনো যানজট ছিল না। তবে স্বাভাবিক দিনগুলোর তুলনায় যানবাহনের চাপ অনেকটা বেড়েছে। একই সঙ্গে বাস কাউন্টারগুলোতে ঘরমুখী যাত্রীদের চাপ চোখে পড়েছে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফাঁকা রয়েছে, তবে ঢাকা-সিলেট সড়কে রাস্তায় কাজ করায় গাড়ি একটু ধীরগতিতে যাতায়াত করছে। আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে। এ ছাড়া সেনাবাহিনীর সদস্যরাও টহলরত অবস্থায় রয়েছেন। মোট ৬০ জন পুলিশ সদস্য মহাসড়কে কাজ করবেন। আশাবাদী, এবার ঈদযাত্রায় মানুষ নির্বিঘ্নে তাদের গন্তব্য পৌঁছাতে পারবে।’

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান বলেন, ‘আমাদের থানা এলাকা দিয়ে মহাসড়ক থাকায় ঈদে ঘরমুখী মানুষের নিরাপত্তায় টহল বাড়ানো হয়।’

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি