হোম > সারা দেশ > গাজীপুর

বঙ্গবন্ধু সাফারি পার্কে আবারও প্রাণীর মৃত্যু নিয়ে কর্তৃপক্ষের লুকোচুরি

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রাণীর মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি গোপন রাখে পার্ক কর্তৃপক্ষ। তবে মৃত্যুর পরপরই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে সাফারি পার্ক কর্তৃপক্ষ। 

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, গত সপ্তাহে প্রাণীর মৃত্যুর বিষয়ে সাধারণ ডায়েরি করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক এসিএফ মো. রফিকুল ইসলাম। এর আগে পার্কে একটি ব্লু ম্যাকাউ পাখির মৃত্যু হয়েছে। 

আজ শুক্রবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রাণী মৃত্যুর বিষয়ে জানতে চাইলে ওসি জানান, গত ৭ জুলাই একটি ব্লু ম্যাকাউ পাখি ও একটি ওয়াইল্ডবিস্টের বাচ্চার মৃত্যু হয়েছে। এ বিষয়ে পার্ক কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি করেছে। 

থানায় লিখিত সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, ওয়াইল্ডবিস্টের একটি বাচ্চা এক বছরের বেশি সময় যাবৎ অসুস্থ থাকার পর ৭ জুলাই মারা গেছে। এ ছাড়া একটি ব্লু ম্যাকাউ পার্কের বেষ্টনীর কোয়ারেন্টিন শেডে মারা যায়। 

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক এসিএফ মো. রফিকুল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার তাঁকে কল দিলেও তিনি রিসিভ করেননি। 

বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতির সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক ও বঙ্গবন্ধু সাফারি পার্কের প্রকল্প পরিচালক ইমরান আহমেদ প্রাণী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, সম্প্রতি অসুস্থজনিত কারণে সাফারি পার্কে একটি পাখি ও একটি প্রাণীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পার্কে প্রাণী মৃত্যুুর বিষয়গুলো গোপন রাখার তথ্য সঠিক নয়। 

গত বছরের ২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১১টি জেব্রা, একটি বাঘ ও একটি সিংহী মারা যায়। ওই বছর মোট ২৬টি প্রাণী মারা যায়। এসব প্রাণী মারা গেলেও সেই সময় সংশ্লিষ্ট থানায় জিডি করা হয়নি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল