হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে বাড়িতে ঢুকে হাত-পায়ের রগ কেটে নারীকে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের একটি বাড়িতে ঢুকে নূরজাহান (৫০) নামের এক নারীর হাত-পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ছিনিয়ে নেওয়া হয় নিহতের শরীরে থাকা স্বর্ণালংকার এবং তছনছ করা হয় ঘরের আসবাবপত্র।

আজ বুধবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের ১৭ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া এলাকায় নিজের বাড়ি থেকে নূরজাহানের লাশ উদ্ধার করা হয়। তিনি একই এলাকার গাড়ি চালক রমজান মোল্লার স্ত্রী।

নূরজাহানের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান মোল্লা। তিনি বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর হাত-পা ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছি। জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ শুরু করেছে।’

পুলিশ ও নিহতের কয়েকজন প্রতিবেশী জানান, কাজের সুবাদে নিহতের স্বামী ও সন্তান ঘরের বাইরে ছিলেন। বিকেলে তাঁদের ঘর থেকে পোড়া গন্ধ ছড়িয়ে পড়লে অনেকে ছুটে আসেন। তাঁরা ঘরের ভেতরে ঢুকে হাত ও পায়ের রগ কাটা অবস্থায় নূরজাহানের দেহ পড়ে থাকতে দেখেন। পুরো ঘরের আসবাবপত্র ছড়ানো-ছিটানো ছিল। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট