হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে বাড়িতে ঢুকে হাত-পায়ের রগ কেটে নারীকে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের একটি বাড়িতে ঢুকে নূরজাহান (৫০) নামের এক নারীর হাত-পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ছিনিয়ে নেওয়া হয় নিহতের শরীরে থাকা স্বর্ণালংকার এবং তছনছ করা হয় ঘরের আসবাবপত্র।

আজ বুধবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের ১৭ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া এলাকায় নিজের বাড়ি থেকে নূরজাহানের লাশ উদ্ধার করা হয়। তিনি একই এলাকার গাড়ি চালক রমজান মোল্লার স্ত্রী।

নূরজাহানের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান মোল্লা। তিনি বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর হাত-পা ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছি। জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ শুরু করেছে।’

পুলিশ ও নিহতের কয়েকজন প্রতিবেশী জানান, কাজের সুবাদে নিহতের স্বামী ও সন্তান ঘরের বাইরে ছিলেন। বিকেলে তাঁদের ঘর থেকে পোড়া গন্ধ ছড়িয়ে পড়লে অনেকে ছুটে আসেন। তাঁরা ঘরের ভেতরে ঢুকে হাত ও পায়ের রগ কাটা অবস্থায় নূরজাহানের দেহ পড়ে থাকতে দেখেন। পুরো ঘরের আসবাবপত্র ছড়ানো-ছিটানো ছিল। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ