হাজারীবাগের বউবাজার এলাকায় বাবার হাতে পাঁচ বছরের মেয়েশিশু খুন হয়েছে। শিশুটির নাম জান্নাতুল (৫)। এ ঘটনায় শিশুটির বাবা মো. রাসেলকে আটক করা হয়েছে।
সোমবার দিবাগত রাত সারে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০৪ নম্বর ওয়ার্ডে মারা যায় জান্নাতুল। সোমবার সন্ধ্যার দিকে হাজারীবাগ বউবাজার খালপাড়ের বাসায় ঘটনাটি ঘটে।
মৃত জান্নাতুলেরর মামা মো. রাহাত জানান, তাদের বাড়ি ভোলা জেলার দক্ষিণ আইচা থানার পশ্চিম চড়ভূষণ গ্রামে। বর্তমানে হাজারীবাগের বউবাজার খালপাড় এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন। শিশুটির বাবা মো. রাসেল লেগুনাচালক। মা নাসিমা আক্তার গৃহিণী। জান্নাতুল তাদের একমাত্র সন্তান ছিল।
তিনি আরও জানান, দুই মাস আগে গ্রাম থেকে ঢাকায় আসেন তাঁরা। এরপর থেকেই হাজারীবাগে থাকেন। এর আগে কয়েকবার জান্নাতুলের মায়ের ওপরেও অত্যাচার করছেন। গতকাল সন্ধ্যায় ঘরের দরজা বন্ধ করে মেয়ে জান্নাতুলকে খাবার খাওয়াচ্ছিলেন। খাবার খেতে না চাইলে জোড়ে মাটিতে আছাড় মারেন। এতে গুরুতর আহত হয় শিশুটি। পরে হাসপাতালে মারা যায়।
হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) নাদির শাহ বলেন, গতকাল বিকেলে শিশুটির বাবা মো. রাসেল মেয়েশিশুটিকে আছাড় মারে। এতে শিশুটির মাথায় আঘাত লেগে গুরুতর আহত হয়। স্বজন ও প্রতিবেশীরা শিশুটিকে ঢাকা মেডিকেলে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
এসআই আরও জানান, মাঝেমধ্যেই স্ত্রী ও মেয়েকে অত্যাচার করতেন। গতকাল বিকেলে শিশুটিকে তাঁর মা নাসিমা ভাত খাওয়াচ্ছিলেন। তবে খেতে চাইছিল না জান্নাতুল। বাবা রাসেল রাগান্বিত হয়ে মেয়েকে আছাড় মারেন। এতে শিশুটির মাথায় আঘাত লেগে গুরুতর আহত হয়। তবে ঘটনার পরপরই প্রতিবেশীরা রাসেলকে ধরে থানায় খবর দেন। রাসেল থানায় আটক আছেন। মামলা প্রক্রিয়াধীন আছে।