হোম > সারা দেশ > মানিকগঞ্জ

জামিনে এসে মামলার বাদীকে হত্যার হুমকির অভিযোগ

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে পুকুরের মাছ চুরি ও মারধরের মামলার আসামিরা জামিনে এসে বাদীকে হত্যার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জীবনের নিরাপত্তা চেয়ে গত বুধবার রাতে ঘিওর থানায় সাধারণ ডায়েরি করেছেন বাদী। 

বিষয়টি আজ শুক্রবার সকালে ঘিওর থানার ওসি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

জানা গেছে, উপজেলার জোকা গ্রামে ৮ জুলাই পুকুরের মাছ চুরির করার সময় দেখে ফেলেন মালিক মো. আবদুল লতিফ। বাধা দিলে লতিফসহ তিনজন হামলার শিকার হন। ওই দিনই প্রতিবেশী নুরুল ইসলাম শাহাদত, হারুন অর রশিদ, আশিকুর রহমান ও মো. আতিকের নামে থানায় মামলা করেন ভুক্তভোগী লতিফ। 

১২ জুলাই আসামিরা আদালত থেকে জামিন নেন। এদিকে জামিনে এসেই বাদীকে মামলা তুলে নিতে চাপ দেন। রাজি না হলে লতিফ ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেন। এর পরিপ্রেক্ষিতে গত বুধবার রাতে থানায় সাধারণ ডায়েরি করেন লতিফ। 

এদিকে অভিযুক্ত নুরুল ইসলাম শাহাদত মোবাইল ফোনে বলেন, হত্যার হুমকি দেওয়া হয়নি। মীমাংসার জন্য স্থানীয়দের মাধ্যমে বাদীকে বলা হয়েছে। 

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বাদীর পরিবারকে হুমকি দেওয়ার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন