হোম > সারা দেশ > মানিকগঞ্জ

জামিনে এসে মামলার বাদীকে হত্যার হুমকির অভিযোগ

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে পুকুরের মাছ চুরি ও মারধরের মামলার আসামিরা জামিনে এসে বাদীকে হত্যার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জীবনের নিরাপত্তা চেয়ে গত বুধবার রাতে ঘিওর থানায় সাধারণ ডায়েরি করেছেন বাদী। 

বিষয়টি আজ শুক্রবার সকালে ঘিওর থানার ওসি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

জানা গেছে, উপজেলার জোকা গ্রামে ৮ জুলাই পুকুরের মাছ চুরির করার সময় দেখে ফেলেন মালিক মো. আবদুল লতিফ। বাধা দিলে লতিফসহ তিনজন হামলার শিকার হন। ওই দিনই প্রতিবেশী নুরুল ইসলাম শাহাদত, হারুন অর রশিদ, আশিকুর রহমান ও মো. আতিকের নামে থানায় মামলা করেন ভুক্তভোগী লতিফ। 

১২ জুলাই আসামিরা আদালত থেকে জামিন নেন। এদিকে জামিনে এসেই বাদীকে মামলা তুলে নিতে চাপ দেন। রাজি না হলে লতিফ ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেন। এর পরিপ্রেক্ষিতে গত বুধবার রাতে থানায় সাধারণ ডায়েরি করেন লতিফ। 

এদিকে অভিযুক্ত নুরুল ইসলাম শাহাদত মোবাইল ফোনে বলেন, হত্যার হুমকি দেওয়া হয়নি। মীমাংসার জন্য স্থানীয়দের মাধ্যমে বাদীকে বলা হয়েছে। 

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বাদীর পরিবারকে হুমকি দেওয়ার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু