হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে বাস-ট্রাক সংঘর্ষে আহত আরেকজনের মৃত্যু, নিহত বেড়ে ৪

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেস হাইওয়েতে ট্রাক-বাসের সংঘর্ষের ঘটনায় আহত আরেকজনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাতে মো. রিয়াজুল ইসলাম নামের ওই ব্যক্তির মৃত্যু হয়। নিহত রিয়াজুল ঝালকাঠির নলছিটি উপজেলার জুরকাঠী এলাকার আবদুস সালাম মিয়ার ছেলে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ এই তথ্য জানিয়েছেন।

এ ঘটনায় নিহত অন্যরা হলেন বরিশালের উজিরপুর উপজেলার নারিকেলী এলাকার নিরঞ্জন বাড়ৈর ছেলে স্বপন বাড়ৈ (৪৪), সিরাজগঞ্জ সদরের আতাউর রহমানের ছেলে মাহাবুবুর রহমান (২৮) এবং পটুয়াখালীর বাউফল উপজেলার পাতিলাপাড়া এলাকার জাকির হোসেন তালুকদারের মেয়ে নুসরাত জাহান শান্তা (২৬)। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় এক শিশুসহ অন্তত ১০ জনকে ফরিদপুর, ভাঙ্গা ও পাচ্চর এলাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর বাজার এলাকায় হানিফ পরিবহনের বরিশালগামী বাসটি অপর একটি বাসকে অতিক্রম করতে গেলে সামনে থাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মালবাহী ট্রাকটি উল্টে পাশের সার্ভিস সড়কে পড়ে যায়। তাতে মহাসড়কে যাত্রীবাহী বাসটি দুমড়ে-মুচড়ে পড়ে। এ সময় ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। গতকাল রাতে চতুর্থ জনের মৃত্যু হলো।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু