হোম > সারা দেশ > মানিকগঞ্জ

হাইকোর্টের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়ে নির্বাচনে জয়

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ সদর উপজেলার বহুল আলোচিত দিঘি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুল মতিন মোল্লার ভরাডুবি হয়েছে। প্রার্থিতা বাতিলের পর হাইকোর্টে রিট করে পুনরায় মনোনয়নসহ প্রার্থিতা ফিরে পেয়ে নির্বাচনে অংশ গ্রহণ করে জয় লাভ করেছেন আখতার উদ্দিন আহম্মেদ রাজা। 

আখতার উদ্দিন আহম্মেদ রাজা জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। এর আগে ওই ইউনিয়নে তিনি আরও তিনবার চেয়ারম্যান ছিলেন। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করায় সম্প্রতি জেলা আওয়ামী লীগ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, দিঘি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল মতিন মোল্লা নৌকা মার্কা নিয়ে তাঁর নয়টি কেন্দ্রে ২ হাজার ৬৮৮টি ভোট পেয়েছেন। অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আখতার উদ্দিন আহম্মেদ রাজা মোটরসাইকেল মার্কা নিয়ে নয়টি কেন্দ্রে ৮ হাজার ৮৯৯টি ভোট পেয়েছেন। নয়টি কেন্দ্রের কোনোটিতেই বিজয়ই হতে পারেনি আব্দুল মতিন মোল্লা। বিজয় ধরে রাখতে পারেনি তাঁর বাড়ির পাশের কেন্দ্রেও। 

সদর উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, দিঘি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৬৫৫ জন। এখানে ভোট গণনা হয়েছে ১৫ হাজার ২৯৪ টি। ভোট বাতিল হয়েছে ৩৯৪ টি। এ ছাড়া এই ইউনিয়নে নুসরাত ইসলাম নূপুর আনারস মার্কা নিয়ে ৫০০ ভোট পেয়েছেন এবং মতিয়ার রহমান চশমা মার্কা নিয়ে ৪৭৬ ভোট পেয়েছেন। 

সদ্য বিজয়ী আকতার উদ্দিন আহম্মেদ রাজা বলেন, ‘আমি তৃতীয় দফায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য নির্দিষ্ট সময়ে মনোনয়নপত্র নেই। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন আমার স্বাক্ষর জাল করে নির্বাচন কমিশন অফিসে জমা দেওয়ায় আমার মনোনয়নপত্রসহ প্রার্থিতা বাতিল হয়ে যায়। পরে আমি হাইকোর্টে রিট করে পুনরায় মনোনয়নসহ প্রার্থিতা ফিরে পেয়ে নির্বাচনে অংশ গ্রহণ করি।’ 

সদ্য বিজয়ী চেয়ারম্যান বলেন, ‘আমি প্রার্থিতা ফিরে পাওয়ার পর নিজ ইউনিয়নে কোনো প্রচারণা করতে পারিনি। কোনো ভোটারের কাছে যেতে পারিনি। আমার বিজয়ের পেছনে সম্পূর্ণ ক্রেডিট আমার দিঘি ইউনিয়ন বাসীর। তারা পাশে ছিল বলে বিজয় অর্জন করতে পেরেছি।’ 

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে