হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জের ৩০০ ফুট সড়কে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে মাদ্রাসা শিক্ষার্থী নিহত

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ ফুট সড়কে একটি মুরগি বহনকারী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সাকিব আল হাসান সাকিব (১৪) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন গাড়িটির চালকসহ তিনজন। আজ রোববার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল পৌনে ৭টায় সাকিবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সাকিব নরসিংদীর রায়পুর উপজেলার হাসেমপুর গ্রামের শরিফ মিয়ার । তার পরিবার রাজধানীর তেজগাঁও এলাকায় থাকেন। শরিফ মুরগি ব্যবসায়ী।

নিহতের বাবা শরিফ মিয়া জানান, সাকিব নরসিংদীর শিবপুরে একটি মাদ্রাসায় কিতাবখানায় পড়ত। গত বৃহস্পতিবার মাদ্রাসা থেকে সে ঢাকায় আসে। দুই দিন মা-বাবার সঙ্গে থেকে আজ ভোরে নরসিংদীর মাদ্রাসায় যাচ্ছিল। বাবা মুরগি ব্যবসায়ী হওয়ায় পরিচিত মুরগি বহনকারীর একটি গাড়িতে ছেলেকে তুলে দিয়েছিলেন। সেই গাড়িটি ৩০০ ফুট রাস্তা দিয়ে যাওয়ার সময় রূপগঞ্জ অংশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ড্রাম ট্রাকের পেছনে ধাক্কা দেয় বলে তিনি জানতে পেরেছেন। এতে তার ছেলে মারা যায় এবং গাড়িটির চালকসহ ৩ জন আহত হন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি শাহবাগ থানা-পুলিশ স্বজনদের কাছে বুঝিয়ে দিয়েছে। আর আহত তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি