হোম > সারা দেশ > মাদারীপুর

আহত ব্যক্তিরাই বোমা তৈরি করছিলেন: পুলিশ সুপার

মাদারীপুর প্রতিনিধি

আহত ব্যক্তিরাই বোমা তৈরি করছিলেন। তাঁদের সঙ্গে আরও কারা জড়িত, সেটাও খুঁজে বের করা হবে। আপাতত আহতরা চিকিৎসাধীন রয়েছেন। তাঁরা সুস্থ হলেই গ্রেপ্তার করা হবে। আজ বুধবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। 
 
মাদারীপুর জেলা পুলিশের তথ্য মতে, গত সোমবার দিবাগত রাত ১টার দিকে ইউপি সদস্য মান্নান মোল্লার বাড়ির একটি অব্যবহৃত ঘরে বসে হাতবোমা তৈরি করছিলেন কয়েকজন যুবক। রাত ১টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ওই ঘরটির চাল ও বেড়া বিধ্বস্ত হয়। এ সময়ে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন ওই ইউনিয়নের মাথাভাঙা গ্রামের নুরাই বেপারীর ছেলে ইয়ামিন বেপারী ও দক্ষিণকান্দি গ্রামের মৌজালী শিকদারের ছেলে সুমন শিকদার। আহতরা উভয়েই ইউপি সদস্য মান্নান মোল্লার নির্বাচনী কর্মী। আর মান্নান মোল্লা বর্তমান ইউপি চেয়ারম্যান চাঁন মিয়া শিকদারের অনুসারী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন। তবে তারা ঘটনার পরপরই আত্মগোপনে চলে যান। মূলত নির্বাচনী মাঠ উত্তপ্ত করতে বোমা হামলার পরিকল্পনা করেছিলেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে বেরিয়ে আসে। 

এ ঘটনায় সোমবার রাতে কালকিনি থানার এসআই আবু সাঈদ বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় আহত সিডিখান ইউনিয়নের মাথাভাঙা ইয়ামিন বেপারী ও দক্ষিণকান্দি গ্রামের সুমন শিকদারসহ ১২ জনকে আসামি করা হয়েছে। তাঁরা বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

স্থানীয়রা বলছেন, স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে এলাকায় ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করতে হাতবোমা তৈরি করছিলেন তারা। আগামী ১১ অক্টোবর ওই ইউনিয়নে ভোট গ্রহণ হবে। 

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আসফাক রাসেল বলেন, প্রাথমিক তদন্তে উঠে এসেছে, আহত দুই ব্যক্তি বোমা তৈরি করছিলেন। বোমা তৈরির সময় বিস্ফোরণে তাঁরা আহত হন। আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। 

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে