হোম > সারা দেশ > ফরিদপুর

সদরপুরে কঠোরভাবে লকডাউন পালিত

প্রতিনিধি

সদরপুর (ফরিদপুর): ফরিদপুরের সদরপুর উপজেলায় এক সপ্তাহের লকডাউনের প্রথম দিন কঠোরভাবে পালিত হচ্ছে। বিভিন্ন জেলা, উপজেলা থেকে কোনো ধরনের যানবাহন প্রবেশ করতে দিচ্ছে না উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে উপজেলায় শুরু হয় লকডাউন।

উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন পুলিশ ও গ্রাম পুলিশের সদস্যরা। এ সময় তাঁরা রাস্তায় বাঁশ দিয়ে অবরোধ করে রেখেছেন। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৩০ জুন রাত ১২টা পর্যন্ত এক সপ্তাহের জন্য এই লকডাউন বলবৎ থাকবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে।

এর আগে গতকাল বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এক জরুরি সভার মাধ্যমে এই লকডাউনের ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার। লকডাউনে জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ থাকবে। যারা লকডাউন মানবেন না, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওমর ফয়সল জানান, গত বুধবার এখানে ১৬ জন রোগীর করোনা সন্দেহে নমুনা পাঠানো হয়েছে। রিপোর্টে তাঁদের মধ্যে ৯ জনের দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে