হোম > সারা দেশ > ঢাকা

‘গণতন্ত্র নেই বলেই দিনকাল পত্রিকা বন্ধ করা হয়েছে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গণতন্ত্র না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা থাকে না। যেহেতু দেশে গণতন্ত্র নেই, তাই দৈনিক দিনকাল পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন সাংবাদিক নেতারা।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন-বিআরজের উদ্যোগে দৈনিক দিনকাল পত্রিকার ডিক্লারেশন বাতিলের প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তাঁরা। 

প্রতিবাদ সমাবেশে যোগ দিয়ে কবি আব্দুল হাই শিকদার বলেন, গণতন্ত্র না থাকলে সংবাদপত্রের স্বাধীনতা থাকে না। ভিন্ন মতাবলম্বীদের দমনপীড়ন করা হয়। দিনকাল পত্রিকা বন্ধের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে দেশে গণতন্ত্র নেই, গণমাধ্যমের স্বাধীনতা নেই। তাই গণতন্ত্র ফিরিয়ে আনতে পারলেই গণমাধ্যমের স্বাধীনতা ফিরে আসবে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন—বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী বলেন, এই পত্রিকা বন্ধের কারণে দেড় হাজার সাংবাদিক বেকার হয়ে গেছেন। এটা সাংবাদিকদের রুটিরুজির বিষয়। যদি অবিলম্বে দিনকাল পত্রিকা খুলে দেওয়া না হয়, তবে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। 

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি কাদের গনি চৌধুরী, দৈনিক দিনকালের ব্যবস্থাপনা সম্পাদক শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ অন্যরা।

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব