হোম > সারা দেশ > রাজবাড়ী

২৬ কেজির পদ্মার পাঙ্গাশ, ৩৯ হাজার টাকায় বিক্রি

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলের জালে ২৬ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ ধরা পড়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকার পরান হালদারের জালে বিশাল এই মাছটি ধরা পড়ে।

পরে আজ বুধকার সকাল সাড়ে ৭টার দিকে মাছটি বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে অবস্থিত দুলাল চালাকের আড়তে আনা হয়। সেখানে উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে যৌথভাবে মাছটি কিনেন দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী মো. লালচাঁদ খাঁন, মো. মাসুদ মোল্লা ও মো. মজিবর খাঁন। ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে মোট ৩৭ হাজার ৭০০ টাকায় মাছটি কিনে নেন তাঁরা।

মাছটির ক্রেতা মো. লালচাঁদ খাঁন বলেন, পদ্মা নদীর পাঙ্গাশ মাছের প্রচুর চাহিদা। এ কারণে দামও বেশি। মাছটি কিনে লাভের আশায় দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে ৩৯ হাজার টাকায় বিক্রি করেছি। মাছটি লাভে বিক্রি করতে পেরে খুবই ভালো লাগছে।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, এখন বর্ষা মৌসুম। এ মৌসুমে পদ্মা নদীতে বড় বড় বাঘাইড়, চিতল, বোয়াল, কাতল, রুই, পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির মিঠা পানির মাছ পাওয়া যাবে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন