হোম > সারা দেশ > ফরিদপুর

গাড়ির এসি কম্প্রেসারের মধ্যে ইয়াবার চালান, গ্রেপ্তার ৩ 

ফরিদপুর প্রতিনিধি

গাড়ির এসি কম্প্রেসারের মধ্যে কৌশলে ইয়াবার চালান পাচারের সময় দুজনকে গ্রেপ্তার করেছে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ৩ হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। 

আজ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের উপপরিচালক শামীম হোসেন। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ব্রাহ্মণকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কক্সবাজারের টেকনাফ উপজেলার দক্ষিণ ডেইলীপাড়ার বাসিন্দা মোহাম্মদ ইউনুস (৩০) ও ঢাকার কদমতলীর পূর্ব জুরাইন এলাকার মিজানুর রহমান (৩০)। তাঁরা দুজনে ঢাকা থেকে ভাঙ্গায় এসেছিলেন। এর মধ্যে মোহাম্মাদ ইউনুসের হাতে থাকা একটি ব্যাগের মধ্যে গাড়ির ওই যন্ত্রের ভেতরে কৌশলে ইয়াবা লুকিয়ে রাখা ছিল। 

এ ছাড়া একই দিন অপর একটি অভিযানে ভাঙ্গার পশ্চিম পাতরাইল গ্রামে অভিযান চালিয়ে করম আলী খালাসী (৫৯) নামে এক ব্যক্তিকে আটক কো হয়। এ সময় তাঁর শয়নকক্ষ থেকে ৪০০ ইয়াবা উদ্ধার করা হয়। 

মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তা শামীম হোসেন বলেন, মাদক কারবারিদের এই চক্র বেশ কিছুদিন ধরে গাড়ির পুরোনো যন্ত্রাংশের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে ইয়াবা বহন করে আসছে। কক্সবাজার থেকে কুরিয়ারে ইয়াবা লুকানো গাড়ির যন্ত্রাংশ আসে ঢাকায়, তারপর সেটি গ্রহণ করে চক্রের সদস্যরা। শেষে ঢাকা থেকে সড়কপথে বহন করে নিয়ে আসে এই ইয়াবার চালান। 

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আতাউর রহমান বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলা করেন। আসামিদের আজ শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১