হোম > সারা দেশ > গাজীপুর

কালীগঞ্জে কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে পাগলা কুকুরের কামড়ে অর্ধশতাধিক নারী-পুরুষ ও শিশু আহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বাহাদুরসাদী ইউনিয়ন ও কালীগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে তারা আহত হয়। এই ঘটনায় স্থানীয় জনসাধারণের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস। তিনি বলেন, সকাল থেকে কুকুরের কামড়ানো রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আসতে থাকে। আহতদের মধ্যে শিশু রোগীর সংখ্যা বেশি। এর মধ্যে গুরুতরদের উন্নত চিকিৎসার জন্য গাজীপুর ও ঢাকায় পাঠানো হয়েছে।

কালীগঞ্জ পৌর এলাকার চৈতারপাড়া গ্রামের বাসিন্দা কুকুরের কামড়ে আহত শিশু শাহীনের (৪) বাবা জামাল উদ্দিন বলেন, ‘আমার ছেলে বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় একটি পাগলা কুকুর এসে তাকে কামড়ে ধরে। এমন হলে তো আতঙ্কের বিষয়।’

একই এলাকার মূলগাঁও গ্রামের বাসিন্দা কুকুরের কামড়ে আহত আড়াই বছরের শিশু ইব্রাহীম খলিলুল্লাহর বাবা আব্দুল গাফফার বলেন, ‘আমার ছেলে ঘর থেকে বেরিয়ে বাড়ির গেটে যেতেই পাগলা কুকুর কামড় দেয়। তার চিৎকার শুনে বেরিয়ে দেখি এ অবস্থা। ভয়ে কেউ এগিয়েও আসে না।’

এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসসাদিকজামান বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। যেহেতু জেনেছি, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীর ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু