হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ২ জনের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সংঘর্ষের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে একজন এবং আজ বুধবার দুপুরে অন্যজনের মৃত্যু হয়।

নিহত দুজন হলেন রূপগঞ্জের তারাব পৌরসভার পুরান বাজার এলাকার আমির হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (১৬) এবং একই এলাকার জামাল হোসেনের ছেলে হৃদয় মিয়া (২২)।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘কিছুক্ষণ আগেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে সংঘর্ষে জড়িতদের ধরতে আমাদের অভিযান চলছে।’

স্থানীয়দের মাধ্যমে জানা যায়, তারাব বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিমুল ও শ্রাবণ গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাতে শ্রাবণ গ্রুপের রাশেদুল ও হৃদয়কে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে শিমুল গ্রুপের লোকজন।

গুরুতর আহত অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে রাশেদুল মারা যান। আজ বুধবার দুপুরে হৃদয়ও মৃত্যুবরণ করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির