হোম > সারা দেশ > ঢাকা

প্রেসক্লাবে সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদের জানাজা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য প্রবীণ সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদের জানাজা জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। করোনায় আক্রান্ত হওয়ার ৯ দিন পর গত শনিবার দুপুরে তিনি মৃত্যুবরণ করেন। 

ঢাকা থেকে তাঁকে তাঁর গ্রামের বাড়ি নরসিংদীর মনোহরদীর নারান্দীতে নিয়ে যাওয়া হবে। সেখানে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তারপর আবার ঢাকায় বনানীতে নিজ এলাকায় তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে বলে জানা গেছে। 

জানাজা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যখন সংবাদকর্মীদের স্বাধীনতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা ব্যাহত হচ্ছে, ঠিক সেই সময়ে তাঁর চলে যাওয়া জাতির জন্য, মানুষের জন্য, বিশেষ করে গণমাধ্যমের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করি।’ 

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, ‘তিনি আমাদের অত্যন্ত প্রিয়জন ছিলেন। আমাদের অভিভাবক ছিলেন। আজ তাঁকে নিস্তব্ধ নিথর রেখে আমরা কথা বলছি, এটা আমরা কয়দিন আগেও ভাবতে পারি নাই। আমরা যখন সংকটে পড়তাম, তখন তিনি আমাদের পরামর্শ দিতেন।’ 

রিয়াজ উদ্দিনের ছেলে মাশরুর রিয়াজ বলেন, ‘আমরা রক্তের সম্পর্কের পরিবার। তাঁর আরেকটি পরিবার ছিল গণমাধ্যম। আপনারা আমাদের চেয়ে বেশি মূল্যায়ন করতে পারবেন গণমাধ্যমের জন্য তিনি কী করেছেন। তাঁর কাছ থেকে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, তাঁকে ক্ষমা করে দেবেন।’ 

রিয়াজ উদ্দিনের সঙ্গে আত্মার সম্পর্ক ছিল জানিয়ে সাংবাদিক মুন্নি সাহা বলেন, ‘তিনি আমাদের সাংবাদিকতার জন্য অভিভাবক ছিলেন।’ 

জানাজায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নোয়াবের সভাপতি এ কে আজাদ, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ চৌধুরী, সম্পাদক পরিষদের সভাপতি ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, জাতীয় প্রেসক্লাব সাধারণ সম্পাদক ইলিয়াস খানসহ প্রমুখ।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯