হোম > সারা দেশ > ঢাকা

প্রেসক্লাবে সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদের জানাজা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য প্রবীণ সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদের জানাজা জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। করোনায় আক্রান্ত হওয়ার ৯ দিন পর গত শনিবার দুপুরে তিনি মৃত্যুবরণ করেন। 

ঢাকা থেকে তাঁকে তাঁর গ্রামের বাড়ি নরসিংদীর মনোহরদীর নারান্দীতে নিয়ে যাওয়া হবে। সেখানে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তারপর আবার ঢাকায় বনানীতে নিজ এলাকায় তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে বলে জানা গেছে। 

জানাজা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যখন সংবাদকর্মীদের স্বাধীনতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা ব্যাহত হচ্ছে, ঠিক সেই সময়ে তাঁর চলে যাওয়া জাতির জন্য, মানুষের জন্য, বিশেষ করে গণমাধ্যমের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করি।’ 

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, ‘তিনি আমাদের অত্যন্ত প্রিয়জন ছিলেন। আমাদের অভিভাবক ছিলেন। আজ তাঁকে নিস্তব্ধ নিথর রেখে আমরা কথা বলছি, এটা আমরা কয়দিন আগেও ভাবতে পারি নাই। আমরা যখন সংকটে পড়তাম, তখন তিনি আমাদের পরামর্শ দিতেন।’ 

রিয়াজ উদ্দিনের ছেলে মাশরুর রিয়াজ বলেন, ‘আমরা রক্তের সম্পর্কের পরিবার। তাঁর আরেকটি পরিবার ছিল গণমাধ্যম। আপনারা আমাদের চেয়ে বেশি মূল্যায়ন করতে পারবেন গণমাধ্যমের জন্য তিনি কী করেছেন। তাঁর কাছ থেকে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, তাঁকে ক্ষমা করে দেবেন।’ 

রিয়াজ উদ্দিনের সঙ্গে আত্মার সম্পর্ক ছিল জানিয়ে সাংবাদিক মুন্নি সাহা বলেন, ‘তিনি আমাদের সাংবাদিকতার জন্য অভিভাবক ছিলেন।’ 

জানাজায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নোয়াবের সভাপতি এ কে আজাদ, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ চৌধুরী, সম্পাদক পরিষদের সভাপতি ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, জাতীয় প্রেসক্লাব সাধারণ সম্পাদক ইলিয়াস খানসহ প্রমুখ।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি