হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে মসজিদ থেকে জেলা জামায়াতের আমিরসহ গ্রেপ্তার ১৫ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি মসজিদে অভিযান চালিয়ে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার আমিরসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাবো দেওয়ান বাড়ি মসজিদ থেকে তাঁদের আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাঁদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় নাশকতা ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ শনিবার তাঁদের গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, জেলা জামায়াতের আমির মমিনুল হক (৭০), রূপগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি মাহফুজুল ইসলাম (৫৩), আবু বক্কর সিদ্দিক জসিম (৫৩), দেলোয়ার হোসেন (৫৩), রকিবুজ্জামান (৫১), জাকির হাসান (৪২), শহিদুল্লাহ (৩২), শহিদুল্লাহ (৬৫), মজিবুর রহমান (৫৭), আব্দুস সাত্তার (৬৫), রূপগঞ্জ থানা জামায়াতের সভাপতি ইসরাফিল হোসেন (৪১), ওসমান খান (২৮), নুরে আলম (৫১), শহিদুল্লাহ (৪৮), খায়রুল ইসলাম (৪২)। এ ছাড়া মামলায় ৬০ থেকে ৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। 

রূপগঞ্জের ভোলাব তদন্ত কেন্দ্রের পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে মামলায় অভিযোগ করেন, ‘শুক্রবার রাত ৮টায় কেরাব দেওয়ান বাড়ি মসজিদে জামায়াত শিবিরের সমর্থকেরা সম্মেলনের নামে নাশকতা কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালালে তাঁরা ছোটাছুটি করেন। এ সময় ১৫ জনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে চারটি মোটরসাইকেল, ২০টি ককটেল, ২৪টি বাঁশের লাঠি ও ৮টি ইসলামিক বই উদ্ধার করা হয়।’ 

চাইলাউ মারমা বলেন, ‘নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের উদ্দেশ্যে জড়ো হচ্ছিলেন নেতা–কর্মীরা। খবর পেয়ে মসজিদে অভিযান চালায় ডিবি পুলিশ। এরপর জেলা জামায়াতের আমির মমিনুল হক, উপজেলা জামায়াতের সভাপতি, সেক্রেটারিসহ ১৫ জনকে আটক করে ডিবি হেফাজতে নেওয়া হয়। আজ শনিবার তাঁদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।’

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ