হোম > সারা দেশ > টাঙ্গাইল

ঘাটাইলে নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলের ভেতর ট্রাক, আহত ২

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইল বাসস্ট্যান্ড এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাবার হোটেলে ঢুকে যাওয়ায় দুজন আহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

আহতরা হলেন, চালক আল আমিন (২৯) ও হেলপার মিনহাজ (২১)। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুড়ির চাল বোঝাই একটি ট্রাক ঢাকা থেকে ময়মনসিংহের মুক্তাগাছা যাচ্ছিল। ট্রাকটি রাত সাড়ে তিনটার দিকে ঘাটাইল বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে হোটেল তাজমহলের দক্ষিণ দেয়াল ভেঙে ভেতরে ঢুকে যায়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকের চালক ও হেলপার আহত হন। 

ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল হক বলেন, ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় চালক ও হেলপারকে ট্রাকের দুমড়ে যাওয়া বডি কেটে উদ্ধার করা হয়। তাঁদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

হোটেল তাজমহলের মালিক ইমরান হোসেন বলেন, দক্ষিণ দিকের দেয়াল ভেঙে ট্রাকের প্রায় অর্ধেক হোটেলের ভেতর ঢুকে যায়। এতে হোটেলের ভেতরে থাকা ফ্রিজ, টেলিভিশন ও বিভিন্ন ফার্নিচার ক্ষতিগ্রস্ত হয়েছে। হোটেলের ছাদেও ফাটল ধরেছে। ট্রাকের আঘাতে হোটেলের পাশে থাকা একটি ফলের দোকান, চায়ের দোকান ও ফ্লেক্সিলোডের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির