হোম > সারা দেশ > টাঙ্গাইল

ঘাটাইলে নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলের ভেতর ট্রাক, আহত ২

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইল বাসস্ট্যান্ড এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাবার হোটেলে ঢুকে যাওয়ায় দুজন আহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

আহতরা হলেন, চালক আল আমিন (২৯) ও হেলপার মিনহাজ (২১)। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুড়ির চাল বোঝাই একটি ট্রাক ঢাকা থেকে ময়মনসিংহের মুক্তাগাছা যাচ্ছিল। ট্রাকটি রাত সাড়ে তিনটার দিকে ঘাটাইল বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে হোটেল তাজমহলের দক্ষিণ দেয়াল ভেঙে ভেতরে ঢুকে যায়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকের চালক ও হেলপার আহত হন। 

ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল হক বলেন, ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় চালক ও হেলপারকে ট্রাকের দুমড়ে যাওয়া বডি কেটে উদ্ধার করা হয়। তাঁদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

হোটেল তাজমহলের মালিক ইমরান হোসেন বলেন, দক্ষিণ দিকের দেয়াল ভেঙে ট্রাকের প্রায় অর্ধেক হোটেলের ভেতর ঢুকে যায়। এতে হোটেলের ভেতরে থাকা ফ্রিজ, টেলিভিশন ও বিভিন্ন ফার্নিচার ক্ষতিগ্রস্ত হয়েছে। হোটেলের ছাদেও ফাটল ধরেছে। ট্রাকের আঘাতে হোটেলের পাশে থাকা একটি ফলের দোকান, চায়ের দোকান ও ফ্লেক্সিলোডের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু