হোম > সারা দেশ > ঢাকা

দোহারে প্রতিবেশীর বাড়িতে ডাকাত ধরতে গিয়ে দুজন গুলিবিদ্ধ

দোহার (ঢাকা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

ঢাকার দোহার উপজেলায় ডাকাতদের গুলি ও এলোপাতাড়ি কোপে দুজন গুরুতর আহত হয়েছেন। তাঁরা প্রতিবেশীর বাড়িতে ডাকাত পড়ার খবর পেয়ে তাদের ধরতে গিয়ে হামলার শিকার হন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার দেবীনগর নদীরপাড় এলাকায় এই ঘটনা ঘটে।

আহতর ব্যক্তিরা হলেন মো. হোসেন আলী (৪০) ও মো. মাসুদ (১৭)। তাঁদের উদ্ধার করে রাত সাড়ে ৪টার দিকে দোহার উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে রোগীদের ঢাকায় নিয়ে যেতে বলেন চিকিৎসকেরা। পরে হোসেন ও মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

মাসুদের বড় ভাই জাকির আলী বলেন, ‘রাতে আমাদের বাসা থেকে দুই-তিন বাড়ি পরেই ডাকাতির ঘটনা ঘটে। চিৎকার শুনে আমরা ১০-১২ জন ওই বাড়ির দিকে এগিয়ে যাই। তখন ডাকাতেরা আমার ভাই মাসুদ ও প্রতিবেশী হোসেন আলীকে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। মাসুদের শরীরে গুলি লেগেছে এবং হোসেন আলীর শরীরেও গুলির চিহ্নসহ ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।’

আজ বৃহস্পতিবার ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, দোহার থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুজন হাসপাতালে এসেছেন। তাঁদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয় দোহার থানায় মামলার প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে