হোম > সারা দেশ > ঢাকা

দোহারে প্রতিবেশীর বাড়িতে ডাকাত ধরতে গিয়ে দুজন গুলিবিদ্ধ

দোহার (ঢাকা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

ঢাকার দোহার উপজেলায় ডাকাতদের গুলি ও এলোপাতাড়ি কোপে দুজন গুরুতর আহত হয়েছেন। তাঁরা প্রতিবেশীর বাড়িতে ডাকাত পড়ার খবর পেয়ে তাদের ধরতে গিয়ে হামলার শিকার হন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার দেবীনগর নদীরপাড় এলাকায় এই ঘটনা ঘটে।

আহতর ব্যক্তিরা হলেন মো. হোসেন আলী (৪০) ও মো. মাসুদ (১৭)। তাঁদের উদ্ধার করে রাত সাড়ে ৪টার দিকে দোহার উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে রোগীদের ঢাকায় নিয়ে যেতে বলেন চিকিৎসকেরা। পরে হোসেন ও মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

মাসুদের বড় ভাই জাকির আলী বলেন, ‘রাতে আমাদের বাসা থেকে দুই-তিন বাড়ি পরেই ডাকাতির ঘটনা ঘটে। চিৎকার শুনে আমরা ১০-১২ জন ওই বাড়ির দিকে এগিয়ে যাই। তখন ডাকাতেরা আমার ভাই মাসুদ ও প্রতিবেশী হোসেন আলীকে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। মাসুদের শরীরে গুলি লেগেছে এবং হোসেন আলীর শরীরেও গুলির চিহ্নসহ ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।’

আজ বৃহস্পতিবার ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, দোহার থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুজন হাসপাতালে এসেছেন। তাঁদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয় দোহার থানায় মামলার প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২৮

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ