হোম > সারা দেশ > ঢাকা

পুলিশের কাছে কুপোকাত মিশা সওদাগর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একের পর অপরাধ করে শেষমেশ পুলিশের কাছে কুপোকাত হয়েছেন ভিলেন মিশা সওদাগর—এমন ঘটনা সিনেমায় বহুবার দেখানো হয়েছে। বাস্তবেও এমন একটি ঘটনার দেখা পাওয়া গেল এবার। তবে তা প্রীতি ফুটবল ম্যাচে। 

আজ শনিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে বিজি প্রেস মাঠে চলচ্চিত্রাঙ্গনের তারকা ও পুলিশ সদস্যদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচে গোলকিপার মিশা সওদাগরকে দুবার পরাহত করে গোল দেয় পুলিশ। ম্যাচের প্রথম ও দ্বিতীয়ার্ধে হওয়া দুটো গোলই আসে তেজগাঁও থানার ইন্সপেক্টর (তদন্ত) মহিউদ্দিন আহমেদের পা থেকে।

কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের আয়োজনে ম্যাচটি অনুষ্ঠিত হয়। 

শনিবার বিকেল ৩টা ৪৫ মিনিটে ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও চলচ্চিত্রাঙ্গনের তারকারা এসে পৌঁছান সাড়ে ৪টার পর। পৌনে ৫টার পর শুরু হয় ম্যাচ। দুই অর্ধ মিলিয়ে আধা ঘণ্টার মতো চলে ম্যাচটি। 

ম্যাচ শেষে মিশা সওদাগর সাংবাদিকদের বলেন, ‘আগে থেকেই কথা ছিল আমাদের হারতে হবে। দেশের মানুষের জন্য কাজ করছে পুলিশ, মাদকসহ সমাজের বিভিন্ন অপরাধ দমন করছে তারা। এ জন্য আমরা আজ তাদের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে এসেছি।’ 

আর তেজগাঁও বিভাগের ডিসি শহীদুল্লাহ্ বললেন, ‘হার-জিত বড় কথা নয়, সম্প্রীতি ছড়িয়ে দিতেই আমাদের এ আয়োজন।’ 

চলচ্চিত্রাঙ্গনের তারকাদের দলে ছিলেন ডিপজল, রুবেল, জায়েদ খান, আলেকজান্ডার বো, নিরব, সম্রাট, বিলাস, জয়, ইমন, সুব্রত, সানজুজন, বাপ্পী ও ওমর সানি। এ দলের অধিনায়কত্ব করেন মিশা সওদাগর। 

অন্যদিকে পুলিশ দলে অধিনায়কত্ব করেন তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ। এ দলে ছিলেন তেজগাঁও মোহাম্মদপুর ও হাতিরঝিল থানার পুলিশ কর্মকর্তারা। ম্যাচ পরিচালনা করেন জাতীয় দলের সাবেক ফুটবলার জালাল। খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি