হোম > সারা দেশ > ঢাকা

যেকোনো বিচারপতির ভাগ্যেই এমন পরিণতি ঘটতে পারে: গয়েশ্বর রায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারের বিরুদ্ধে গেলে সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) মতো অন্যদেরও (বিচারপতি) একই পরিণতি হতে পারে। এস কে সিনহার বিরুদ্ধে কারাদণ্ডের রায়ে সেই উদাহরণ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তাঁর ধারণা, যেকোনো বিচারপতির ভাগ্যেই এমন পরিণতি ঘটতে পারে। 
 
আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমার মতে এটা নিন্দা করার কিছু নাই, ঘৃণা করারও কিছু নাই। এস কে সিনহা যখন প্রধান বিচারপতি ছিলেন, যতক্ষণ সরকারের খায়েশ মেটাতে পেরেছেন, ততক্ষণ ভালো ছিলেন। যখন সরকারের খায়েশ মেটাতে পারেন নাই...। একটা উদাহরণ সৃষ্টি হলো, প্রধান বিচারপতির ১১ বছর সাজা হয়েছে। তাহলে এখন যাঁরা আদালতে আছেন, তাঁদের এমন জায়গায় যেতে হবে না, এর নিশ্চয়তা নাই।’ 
 
বিএনপির টিকে থাকা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংশয় প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘এখন হাসব না কাঁদব? প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলব যদি সৎ সাহস থাকে, তাহলে আপনি একটু পদত্যাগ করে একটা নির্বাচন দেন। তারপর বুঝতে পারবেন বিএনপি শেষ হয়েছে নাকি আপনার আওয়ামী লীগ নিজেরা শেষ হচ্ছে।’ তিনি বলেন, ‘স্বাধীনতাযুদ্ধের পরে কোনো কোনো অঞ্চলের গ্রামের প্রবেশমুখে লেখা থাকত এই গ্রামে রাজাকার নাই। নিকটভবিষ্যতে পাড়া-মহল্লায় লিখতে হবে-এই গ্রামে আওয়ামী লীগ নাই।’

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন

স্বেচ্ছাসেবক দলনেতা হত্যা: শনাক্ত হয়নি কেউ, স্ত্রীর মামলা

কেরানীগঞ্জে নারী কারারক্ষীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চে পুলিশের বাধা

ডেমরায় ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে অছিম পরিবহনের বাস চলাচল বন্ধ