হোম > সারা দেশ > ঢাকা

যেকোনো বিচারপতির ভাগ্যেই এমন পরিণতি ঘটতে পারে: গয়েশ্বর রায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারের বিরুদ্ধে গেলে সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) মতো অন্যদেরও (বিচারপতি) একই পরিণতি হতে পারে। এস কে সিনহার বিরুদ্ধে কারাদণ্ডের রায়ে সেই উদাহরণ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তাঁর ধারণা, যেকোনো বিচারপতির ভাগ্যেই এমন পরিণতি ঘটতে পারে। 
 
আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমার মতে এটা নিন্দা করার কিছু নাই, ঘৃণা করারও কিছু নাই। এস কে সিনহা যখন প্রধান বিচারপতি ছিলেন, যতক্ষণ সরকারের খায়েশ মেটাতে পেরেছেন, ততক্ষণ ভালো ছিলেন। যখন সরকারের খায়েশ মেটাতে পারেন নাই...। একটা উদাহরণ সৃষ্টি হলো, প্রধান বিচারপতির ১১ বছর সাজা হয়েছে। তাহলে এখন যাঁরা আদালতে আছেন, তাঁদের এমন জায়গায় যেতে হবে না, এর নিশ্চয়তা নাই।’ 
 
বিএনপির টিকে থাকা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংশয় প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘এখন হাসব না কাঁদব? প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলব যদি সৎ সাহস থাকে, তাহলে আপনি একটু পদত্যাগ করে একটা নির্বাচন দেন। তারপর বুঝতে পারবেন বিএনপি শেষ হয়েছে নাকি আপনার আওয়ামী লীগ নিজেরা শেষ হচ্ছে।’ তিনি বলেন, ‘স্বাধীনতাযুদ্ধের পরে কোনো কোনো অঞ্চলের গ্রামের প্রবেশমুখে লেখা থাকত এই গ্রামে রাজাকার নাই। নিকটভবিষ্যতে পাড়া-মহল্লায় লিখতে হবে-এই গ্রামে আওয়ামী লীগ নাই।’

বাংলাদেশ ব্যাংকে থাকবে ‘স্যাটেলাইট ফায়ার স্টেশন’, ফায়ার সার্ভিসের সঙ্গে চুক্তি

গুলশানে প্লট দখল: সাবেক এমপি সালাম মুর্শেদীর জামিন নামঞ্জুর

‎আরমানিটোলায় বহুতল ভবনে আগুন‎, ৪০ মিনিট পর নিয়ন্ত্রণে

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ