হোম > সারা দেশ > ঢাকা

ডিইউজে নির্বাচনে ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিপুল উৎসাহ-উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে জাতীয় প্রেসক্লাবে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। 

এবার ২১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭১ জন প্রার্থী। ডিইউজে নির্বাচনে তিনটি ঘোষিত পরিষদ এবারের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছে। সোহেল হায়দার চৌধুরী-মেহেদী হাসান পরিষদ, কুদ্দুস আফ্রাদ-গাজী জহিরুল ইসলাম পরিষদ, সাজ্জাদ আলম খান তপু-আকতার হোসেন পরিষদে মোট ৬১ জন প্রার্থী ভোটে লড়ছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ১০ জন।

এবারের নির্বাচনে মোট ভোটার ২ হাজার ৯৬৪ জন। নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বয়স্ক, নারী ও অসুস্থ ভোটাররা ভোটদানে অগ্রাধিকার পাবেন। ভোট চলাকালে প্রেসক্লাব চত্বরে বহিরাগতদের প্রবেশে কড়াকড়ি, ভোটকেন্দ্রে মোবাইল ফোন না আনা, পরিচয়পত্র ও এনআইডি সঙ্গে আনাসহ ১৪টি আচরণবিধি দিয়েছে কমিটি।

জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আহসান বুলবুলের নেতৃত্বে ছয় সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি এবারের ডিইউজে নির্বাচন পরিচালনা করছেন। 

সরেজমিন ঘুরে দেখা গেছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও রাজধানীতে কর্মরত সাংবাদিকেরা সকাল থেকেই প্রেসক্লাবে চত্বরে হাজির হতে শুরু করেন। এরই মধ্যে সাংবাদিকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ।

নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্বাচন চলাকালে ভুয়া ভোটার চিহ্নিত করার দায়িত্ব এজেন্টদের। কোনো ভোটার সম্পর্কে এজেন্টরা আপত্তি করলে নির্বাচন কমিটি ভোটারের পরিচিতি চিহ্নিত করবে। ভুয়া ভোটার ধরা পড়লে নির্বাচন পরিচালনা কমিটি তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২৮

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন