হোম > সারা দেশ > টাঙ্গাইল

মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ভোট চোরদের জন্য বদনাম নিয়েন না: কাদের সিদ্দিকী

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে মানুষ ভালোবাসে। আপনি ভোট চুরির সঙ্গে জড়িত চোরদের বোঝা নেবেন না। এই চোরদের জন্য বদনাম নিয়েন না। আপনি বঙ্গবন্ধুর কন্যা, আপনি সেভাবেই থাকুন, আপনি চোরদের নেতা হইয়েন না।’ 

আজ শনিবার বিকেলে টাঙ্গাইলের বাসাইল শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

কাদের সিদ্দিকী বলেন, ‘যে আওয়ামী লীগের জন্ম দিয়েছি, আমি সেই আওয়ামী লীগ করি না। আমি বঙ্গবন্ধুর দলের মানুষ, বঙ্গবন্ধু আমার নেতা। কিন্তু আমি এই আওয়ামী লীগ করি না। এই আওয়ামী লীগে খুঁজলে অনেক ঘুষখোর পাওয়া যাবে। পুলিশের চাকরি, পিয়নের চাকরি দিয়েও তারা টাকা নেয়।’ 
 
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের লোকজন মনে করে নৌকা দিলেই তারা পাস। এবার আমি একটু দেখতে চাই। নৌকা দিলে কেমনে ফেল করা যায়—এটাও একটু দেখতে চাই।’ 

তিনি বলেন, ‘এখন দেশে পানি নাই, তাই নৌকারও তেমন কাজ নাই। আর ধানের শীষ, ২৮ অক্টোবর পর্যন্ত তারা ভালোই ছিল। ২৮ তারিখের পর থেকে তারা জ্বালাও-পোড়াও করছে। একটি রাজনৈতিক দল, তার যদি নিয়ন্ত্রণ না থাকে, তবে দেশের মানুষ তাদের কাছ থেকে কী পাবে?’ 

সম্প্রতি অনুষ্ঠিত উপনির্বাচনকে ইঙ্গিত করে বীর উত্তম কাদের সিদ্দিকী বলেন, ‘নির্বাচনে সমানতালে শুধু সিল মারছে। এভাবে সিল দিলে ভোটারের দরকার কী? আর যদি ভোটারের কোনো দরকার না থাকে, তাহলে কিন্তু আপনাদের উপায় নাই। এবার ভোট ছাড়া যদি আপনারা নৌকা মার্কা নিতে চান, তাহলে মার্কা কিন্তু জ্বইলা-পুইড়া ছারখার হয়ে যাবে।’ 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, ‘তারেক রহমানকে বলেছি, দেশে এসে তার মায়ের সেবা করার জন্য। সে যদি নিজের মায়ের জন্য এই ঝুঁকি নিতে না পারে, তবে অন্যের মায়ের জন্য, সন্তানের জন্য কী করতে পারবে?’

জনসভায় বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও পৌর মেয়র রাহাত হাসান টিপুর সভাপতিত্বে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কাদের সিদ্দিকীর সহোদর শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালেক হিটলু, বাসাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খান, কেন্দ্রীয় নেতা লুৎফর রহমান সিদ্দিকী, সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব প্রমুখ বক্তব্য দেন।

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব