হোম > সারা দেশ > ঢাকা

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সড়ক আটকে তিতুমীর কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

আজকের পত্রিকা ডেস্ক­

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে সড়ক অবরোধ করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর তিতুমীর বিশ্ববিদ্যালয় কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে আবারও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। তিতুমীর বিশ্ববিদ্যালয় ঐক্য ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা এ বিক্ষোভ শুরু করেন। এ দিকে অবরোধের ফলে মহাখালী-গুলশান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আটকে পরিবহনগুলো বিভিন্ন সড়ক দিয়ে চলাচল শুরু করে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কলেজের সামনের সড়ক অবরোধ করেন তাঁরা। আন্দোলনরত শিক্ষার্থীরা স্লোগান দেন- ‘দাবি মোদের একটাই, তিতুমীর বিশ্ববিদ্যালয় চাই।’

আন্দোলনকারী তিতুমীর কলেজের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তরিকুল ইসলাম বলেন, তাঁরা তিতুমীরকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তর করার যে আল্টিমেটাম দিয়েছেন, সরকার সেটি শুনছে না। এই জন্য তাঁরা আবার সড়কে নেমেছেন। সরকার যদি সাধারণ শিক্ষার্থীদের দাবি না মানে, তাহলে শিক্ষার্থীরা কঠোর আন্দোলনে যাবে।

এর আগে গতকাল বুধবার বিকেল ৫টার পর থেকে কলেজটির মূল ফটকে সামনে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন’ ব্যানারে অনশন শুরু করেন কলেজটির একদল শিক্ষার্থী। এ সময় তাঁরা সাত দফা দাবি জানান।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম তিতুমীর ঐক্যের সাত দফা দাবিগুলোর মধ্যে রয়েছে—তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ; তিতুমীর বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা; শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ নতুবা অনতিবিলম্বে শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন; ২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যূনতম দুটি বিষয় ল’ এবং জার্নালিজম সাবজেক্ট সংযোজন।

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে সড়ক অবরোধ করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

এ ছাড়া একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতাসম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ; শিক্ষার গুণগতমান শতভাগ বৃদ্ধির লক্ষ্যে আসনসংখ্যা সীমিতকরণ ও আন্তর্জাতিক মানের গবেষণাগার বিনির্মাণের লক্ষ্যে জমি এবং আর্থিক বরাদ্দ নিশ্চিত করা।

ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ, থানায় লাশ রেখে ৪ লাখে রফাদফা

ভেনেজুয়েলা তেলশিল্পকে রাষ্ট্রীয়করণ করায় যুক্তরাষ্ট্রের হামলা: উদীচী

বুয়েটের নকশা করা ব্যাটারি রিকশা ঢাকার যে দুটি এলাকায় চলাচলের অনুমতি পেল

মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তাসনিম জারা

হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে