ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে এসেছেন ইসলামী ছাত্রী সংস্থার নেত্রীরা। গতকাল বুধবার তাঁরা উপাচার্য ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা নারী শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে কিছু দাবি তুলে ধরেন।
সাক্ষাতে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না ও সেক্রেটারি আফসানা আক্তার। সংস্থার ঢাবি শাখার আরও সদস্যরা এ সময় সেখানে ছিলেন।
উপাচার্যের সঙ্গে সাক্ষাতে তাঁরা ক্যাম্পাসের নারী শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারকরণ, পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবারের সহজলভ্যতা, নারী শিক্ষার্থীদের পর্যাপ্ত কমনরুম, নামাজরুম ও অজুখানার ব্যবস্থা, মাতৃত্বকালীন সহযোগিতা, আবাসনসংকট নিরসন, অনাবাসিক শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনে হলে প্রবেশের অনুমতি, যৌন হয়রানিমুক্ত ক্যাম্পাস এবং হলভিত্তিক মেডিসিনের সুব্যবস্থাসহ বেশ কিছু দাবি পেশ করেন।
সেই সঙ্গে দাবিগুলো স্মারকলিপি আকারে উপাচার্যের হাতে তুলে দেন।
এ সময় উপাচার্য তাঁদের দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনা ও সমাধানের আশ্বাস দেন বলে এক ফেসবুক পোস্টে জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।