হোম > সারা দেশ > গাজীপুর

প্রচণ্ড তাপপ্রবাহে অস্বস্তিতে সঙ্গীহীন পেলিক্যান 

সারা দেশে চলছে প্রচণ্ড তাপপ্রবাহ। এতে মানুষের পাশাপাশি পশু-পাখিও অস্বস্তিতে পড়েছে। তাইতো গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সঙ্গীহীন থাকা পেলিক্যান পাখিটিও স্বস্তি পেতে খুঁজছে বিভিন্ন উপায়। গরম থেকে রক্ষা পেতে দিনের অধিকাংশ সময় থাকছে গাছের ছায়ায়। আবার কখনো কখনো পানিতে নেমে শরীর ভিজিয়ে নিচ্ছে। 

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে গিয়ে দেখা গেছে, পার্কের ধনেশ বেষ্টনীতে রয়েছে একটি বড় আকৃতির পেলিক্যান পাখি। পার্কে আসা বিভিন্ন বয়সী দর্শনার্থীদের আনন্দের কেন্দ্রে রয়েছে এই পাখি। প্রচণ্ড গরমে পাখিটি দিনের অধিকাংশ সময় গাছের ছায়ায় বসে গরমে হাঁসফাঁস করছে। একটু পরপর পানিতে নেমে শরীর ভিজিয়ে নিচ্ছে। আবার কখনো স্থির হয়ে সঙ্গী ছাড়া দাঁড়িয়ে রয়েছে এই পেলিক্যান। 

পার্কে আসা সোহেল রানা বলেন, ‘পাখিটির নাম জানি না। আজই প্রথম দেখলাম। খুব বেশি কাছ থেকে দেখেছি। এক স্থানে গাছের ছায়াতলে স্থির দাঁড়ি রয়েছে। প্রচণ্ড গরমের কারণে ছায়াতলে বসে আছে। আমার শিশুসন্তান পাখিটি দেখে খুবই আনন্দ পেয়েছে।’ 

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক সূত্রে জানা গেছে, পেলিক্যান হলো গ্রীষ্মমণ্ডলীয় নাতিশীতোষ্ণ অঞ্চলের পাখি। এটি গ্রেট পেলিক্যান বা গ্রেট হোয়াইট পেলিক্যান নামেও পরিচিত। পৃথিবীতে যত ধরনের বড় পাখি রয়েছে, তাদের মধ্যে বিচিত্র স্বভাবের হলো পেলিক্যান। 

ওই পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার আনিসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রচণ্ড গরমের কারণে সব পশুপাখি হাঁসফাঁস করছে। বিশেষ যত্ন নেওয়া হচ্ছে। বর্তমানে গরম থেকে বাঁচতে পেলিক্যান ছায়াতলে বসে সময় পার করছে। একটু পরপর পানিতে নেমে শরীর ভিজিয়ে নিচ্ছে।’ 

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, ‘পার্কের ধনেশ বেষ্টনীতে থাকা গ্রেট পেলিক্যান পাখিটি নারী। পার্কে আনার কিছুদিন পর এর পুরুষ সঙ্গী মারা গিয়ে সঙ্গীহীন হয়ে পড়েছে।’ তিনি আরও বলেন, ‘একটি পুরুষ সঙ্গী আনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। সঙ্গী পেলে আরও বেশি প্রাণবন্ত হবে এই পেলিক্যান।’

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ