হোম > সারা দেশ > ঢাকা

বঙ্গভবনের সামনে বিক্ষোভের মুখে অস্ত্র ফেলে চলে যায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ হয়েছে। নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে বাধা দেয় আইনশৃঙ্খলাবাহিনী। একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের একটা অংশ পুলিশ সদস্যদের ওপর চড়াও হন। বেশ কয়েকজন পুলিশ সদস্য সংঘর্ষে আহত হন। একপর্যায়ে কয়েকজন পুলিশ সদস্য অস্ত্র ফেলেই চলে যান। 

মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বঙ্গভবনের সামনে এ ঘটনা ঘটে। 

নিরাপত্তা ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা ভেতরে ঢুকতে চাইলে সংঘর্ষের শুরু হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হন। রাজউকের সামনে আগুন জ্বালিয়ে নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের একটা অংশ পুলিশ ভ্যানের ওপরও হামলা চালায়। তবে আরেকটি অংশ হামলা না করার অনুরোধ জানাতে থাকে।

বেশ কয়েকজন পুলিশ সদস্য হামলার মুখে অস্ত্র ফেলেই চলে যান। পরে বিক্ষোভকারীরা অস্ত্রগুলো সেনাবাহিনীর কাছে জমা দেন। পুলিশ ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর নিরাপত্তা ব্যারিকেডে কড়া অবস্থান নিয়েছে সেনাবাহিনী। রাত ১০টার দিকে পুলিশ ফের এলে ধাওয়া দেয় বিক্ষোভকারীরা। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী (রাত সাড়ে ১০ টা) বিক্ষোভকারীরা সেখানে অবস্থান করছেন।

ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ, থানায় লাশ রেখে ৪ লাখে রফাদফা

ভেনেজুয়েলা তেলশিল্পকে রাষ্ট্রীয়করণ করায় যুক্তরাষ্ট্রের হামলা: উদীচী

বুয়েটের নকশা করা ব্যাটারি রিকশা ঢাকার যে দুটি এলাকায় চলাচলের অনুমতি পেল

মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তাসনিম জারা

হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে