হোম > সারা দেশ > ঢাকা

বঙ্গভবনের সামনে বিক্ষোভের মুখে অস্ত্র ফেলে চলে যায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ হয়েছে। নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে বাধা দেয় আইনশৃঙ্খলাবাহিনী। একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের একটা অংশ পুলিশ সদস্যদের ওপর চড়াও হন। বেশ কয়েকজন পুলিশ সদস্য সংঘর্ষে আহত হন। একপর্যায়ে কয়েকজন পুলিশ সদস্য অস্ত্র ফেলেই চলে যান। 

মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বঙ্গভবনের সামনে এ ঘটনা ঘটে। 

নিরাপত্তা ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা ভেতরে ঢুকতে চাইলে সংঘর্ষের শুরু হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হন। রাজউকের সামনে আগুন জ্বালিয়ে নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের একটা অংশ পুলিশ ভ্যানের ওপরও হামলা চালায়। তবে আরেকটি অংশ হামলা না করার অনুরোধ জানাতে থাকে।

বেশ কয়েকজন পুলিশ সদস্য হামলার মুখে অস্ত্র ফেলেই চলে যান। পরে বিক্ষোভকারীরা অস্ত্রগুলো সেনাবাহিনীর কাছে জমা দেন। পুলিশ ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর নিরাপত্তা ব্যারিকেডে কড়া অবস্থান নিয়েছে সেনাবাহিনী। রাত ১০টার দিকে পুলিশ ফের এলে ধাওয়া দেয় বিক্ষোভকারীরা। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী (রাত সাড়ে ১০ টা) বিক্ষোভকারীরা সেখানে অবস্থান করছেন।

জাবির আবাসিক হল থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ

‘মার্চ ফর ইনসাফ’ চালিয়ে যাবে ইনকিলাব মঞ্চ

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

জীবন বাঁচাতে ডোবায় ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি খোকনের

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

বিএনপির প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমাণ ৩২ কোটি, মামলা রয়েছে ৭৩টি