হোম > সারা দেশ > ঢাকা

বঙ্গভবনের সামনে বিক্ষোভের মুখে অস্ত্র ফেলে চলে যায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ হয়েছে। নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে বাধা দেয় আইনশৃঙ্খলাবাহিনী। একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের একটা অংশ পুলিশ সদস্যদের ওপর চড়াও হন। বেশ কয়েকজন পুলিশ সদস্য সংঘর্ষে আহত হন। একপর্যায়ে কয়েকজন পুলিশ সদস্য অস্ত্র ফেলেই চলে যান। 

মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বঙ্গভবনের সামনে এ ঘটনা ঘটে। 

নিরাপত্তা ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা ভেতরে ঢুকতে চাইলে সংঘর্ষের শুরু হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হন। রাজউকের সামনে আগুন জ্বালিয়ে নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের একটা অংশ পুলিশ ভ্যানের ওপরও হামলা চালায়। তবে আরেকটি অংশ হামলা না করার অনুরোধ জানাতে থাকে।

বেশ কয়েকজন পুলিশ সদস্য হামলার মুখে অস্ত্র ফেলেই চলে যান। পরে বিক্ষোভকারীরা অস্ত্রগুলো সেনাবাহিনীর কাছে জমা দেন। পুলিশ ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর নিরাপত্তা ব্যারিকেডে কড়া অবস্থান নিয়েছে সেনাবাহিনী। রাত ১০টার দিকে পুলিশ ফের এলে ধাওয়া দেয় বিক্ষোভকারীরা। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী (রাত সাড়ে ১০ টা) বিক্ষোভকারীরা সেখানে অবস্থান করছেন।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে