হোম > সারা দেশ > ঢাকা

দাদির হাত ধরে ফিরছিল বাসায়, বিআরটিসি বাসের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

মতিঝিল সরকারি মডেল স্কুলের ১ম শ্রেণীর শিক্ষার্থী রশনি পাল (৭)। মুগদার মান্ডা এলাকার বাসা থেকে দাদির হাত ধরে স্কুলে যাওয়া-আসা তার। আজ সোমবার সকাল ৯টার দিকে স্কুল শেষে দাদির সঙ্গে বাসায় ফিরছিল রশনি। এমন সময় বিআরটিসির একটি বাস ধাক্কা দেয় তাকে। আহত শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সাড়ে ১০টার দিকে রশনিকে মৃত ঘোষণা করেন।

রাজধানীর কমলাপুর মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে।

মৃত রশনির দাদি রেখা বিশ্বাস জানান, রশনি মতিঝিল সরকারি মডেল স্কুলে ১ম শ্রেনীতে পড়ত। তাদের বাসা মুগদার মান্ডা এলাকায়। সকালে রশনিকে নিয়ে স্কুলে যান তিনি। স্কুল ছুটির পর দাদির সাথে বাসায় ফিরছিল সে।

দাদি আরও জানান, ‘কমলাপুর মোড়ে আমার হাত ধরে রাস্তা পার হচ্ছিল রশনি। এ সময় একটি বিআরটিসি বাস সজোরে ধাক্কায় দেয় রশনিকে। রাস্তায় পরে গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তাঁদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার পাটগাঁও গ্রামে। বাবার নাম পলাশ পাল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে কমলাপুর থেকে স্বজনেরা ওই শিশুটিকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনেরা জানান, কমলাপুরে রাস্তা পারাপারের সময় বাস ধাক্কা দিয়েছিল। মরদেহ মর্গে রাখা হয়েছে। বিআরটিসির বাসটি জব্দ করেছে মতিঝিল থানা পুলিশ।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে