হোম > সারা দেশ > ঢাকা

দাদির হাত ধরে ফিরছিল বাসায়, বিআরটিসি বাসের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

মতিঝিল সরকারি মডেল স্কুলের ১ম শ্রেণীর শিক্ষার্থী রশনি পাল (৭)। মুগদার মান্ডা এলাকার বাসা থেকে দাদির হাত ধরে স্কুলে যাওয়া-আসা তার। আজ সোমবার সকাল ৯টার দিকে স্কুল শেষে দাদির সঙ্গে বাসায় ফিরছিল রশনি। এমন সময় বিআরটিসির একটি বাস ধাক্কা দেয় তাকে। আহত শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সাড়ে ১০টার দিকে রশনিকে মৃত ঘোষণা করেন।

রাজধানীর কমলাপুর মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে।

মৃত রশনির দাদি রেখা বিশ্বাস জানান, রশনি মতিঝিল সরকারি মডেল স্কুলে ১ম শ্রেনীতে পড়ত। তাদের বাসা মুগদার মান্ডা এলাকায়। সকালে রশনিকে নিয়ে স্কুলে যান তিনি। স্কুল ছুটির পর দাদির সাথে বাসায় ফিরছিল সে।

দাদি আরও জানান, ‘কমলাপুর মোড়ে আমার হাত ধরে রাস্তা পার হচ্ছিল রশনি। এ সময় একটি বিআরটিসি বাস সজোরে ধাক্কায় দেয় রশনিকে। রাস্তায় পরে গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তাঁদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার পাটগাঁও গ্রামে। বাবার নাম পলাশ পাল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে কমলাপুর থেকে স্বজনেরা ওই শিশুটিকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনেরা জানান, কমলাপুরে রাস্তা পারাপারের সময় বাস ধাক্কা দিয়েছিল। মরদেহ মর্গে রাখা হয়েছে। বিআরটিসির বাসটি জব্দ করেছে মতিঝিল থানা পুলিশ।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার