হোম > সারা দেশ > ঢাকা

ভালোবাসা দিবসে পথচারীদের মধ্যে ট্রাফিক পুলিশের ফুল বিতরণ 

অভিষেক তরফদার অঞ্জন

আজ ১৪ ফেব্রুয়ারি। পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুনে সারা দেশেই যেন ফুলের মেলা বসে। বাড়ে ফুলের কদর। সবাই নিজ নিজ প্রিয়জনকে উপহার দিতে প্রথম পছন্দ হিসেবে ফুলকেই বেছে নেন এই দিনে। 

আজকের দিনের এমন স্বাভাবিক ঘটনার পাশাপাশি ব্যতিক্রমী এক ঘটনার সাক্ষী হলো রাজধানীবাসী। পথচারীদের ফুল ও চকলেট বিতরণ করেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। আজ বুধবার সকাল ১০টায় রাজধানীর রামপুরা ব্রিজসংলগ্ন এলাকায় ফুল ও চকলেট বিতরণ কর্মসূচি পালন করা হয় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। 

মূলত যারা ফুটওভার ব্রিজ ব্যবহার করে রাস্তা পার হয়েছে, তাদের হাতেই ফুল ও চকলেট তুলে দিয়েছেন তাঁরা। মানুষকে ফুটওভার ব্রিজ ব্যবহার ও নিরাপদে রাস্তা পারাপারে উৎসাহিত করতেই ট্রাফিক পুলিশের তরফ থেকে এই আয়োজন করা হয়। 

রামপুরা ট্রাফিক জোনের ট্রাফিক ইন্সপেক্টর মো. সোহরাব আহমেদ মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘ফুটওভার ব্রিজ ব্যবহার করুন, নিরাপদে রাস্তা পার হন—এই স্লোগান বাস্তবায়নের লক্ষ্যে এমন কর্মসূচির পরিকল্পনা করেছে ডিএমপি ট্রাফিক বিভাগ।’ 

সোহরাব আহমেদ আরও বলেন, ‘ঢাকায় বেশির ভাগ দুর্ঘটনা ঘটে রাস্তা পারাপারকে কেন্দ্র করে। পাশাপাশি রামপুরা ব্রিজের মতো এত ব্যস্ত রাস্তায় প্রতিদিন হাজারো মানুষ ঝুঁকি নিয়ে রাস্তা পার হয়। তাদের নিরাপদে রাস্তা পার হওয়ার জন্য উদ্বুদ্ধ করতেই প্রাপ্তবয়স্কদের ফুল ও শিশুদের মধ্যে চকলেট বিতরণ করা হয়েছে।’ 

তবে কেবল রামপুর নয়, রাজধানীর মালিবাগের আবুল হোটেল এলাকাসহ বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের এই ফুল ও চকলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক