হোম > সারা দেশ > ঢাকা

ভালোবাসা দিবসে পথচারীদের মধ্যে ট্রাফিক পুলিশের ফুল বিতরণ 

অভিষেক তরফদার অঞ্জন

আজ ১৪ ফেব্রুয়ারি। পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুনে সারা দেশেই যেন ফুলের মেলা বসে। বাড়ে ফুলের কদর। সবাই নিজ নিজ প্রিয়জনকে উপহার দিতে প্রথম পছন্দ হিসেবে ফুলকেই বেছে নেন এই দিনে। 

আজকের দিনের এমন স্বাভাবিক ঘটনার পাশাপাশি ব্যতিক্রমী এক ঘটনার সাক্ষী হলো রাজধানীবাসী। পথচারীদের ফুল ও চকলেট বিতরণ করেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। আজ বুধবার সকাল ১০টায় রাজধানীর রামপুরা ব্রিজসংলগ্ন এলাকায় ফুল ও চকলেট বিতরণ কর্মসূচি পালন করা হয় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। 

মূলত যারা ফুটওভার ব্রিজ ব্যবহার করে রাস্তা পার হয়েছে, তাদের হাতেই ফুল ও চকলেট তুলে দিয়েছেন তাঁরা। মানুষকে ফুটওভার ব্রিজ ব্যবহার ও নিরাপদে রাস্তা পারাপারে উৎসাহিত করতেই ট্রাফিক পুলিশের তরফ থেকে এই আয়োজন করা হয়। 

রামপুরা ট্রাফিক জোনের ট্রাফিক ইন্সপেক্টর মো. সোহরাব আহমেদ মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘ফুটওভার ব্রিজ ব্যবহার করুন, নিরাপদে রাস্তা পার হন—এই স্লোগান বাস্তবায়নের লক্ষ্যে এমন কর্মসূচির পরিকল্পনা করেছে ডিএমপি ট্রাফিক বিভাগ।’ 

সোহরাব আহমেদ আরও বলেন, ‘ঢাকায় বেশির ভাগ দুর্ঘটনা ঘটে রাস্তা পারাপারকে কেন্দ্র করে। পাশাপাশি রামপুরা ব্রিজের মতো এত ব্যস্ত রাস্তায় প্রতিদিন হাজারো মানুষ ঝুঁকি নিয়ে রাস্তা পার হয়। তাদের নিরাপদে রাস্তা পার হওয়ার জন্য উদ্বুদ্ধ করতেই প্রাপ্তবয়স্কদের ফুল ও শিশুদের মধ্যে চকলেট বিতরণ করা হয়েছে।’ 

তবে কেবল রামপুর নয়, রাজধানীর মালিবাগের আবুল হোটেল এলাকাসহ বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের এই ফুল ও চকলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত