হোম > সারা দেশ > ঢাকা

ভালোবাসা দিবসে পথচারীদের মধ্যে ট্রাফিক পুলিশের ফুল বিতরণ 

অভিষেক তরফদার অঞ্জন

আজ ১৪ ফেব্রুয়ারি। পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুনে সারা দেশেই যেন ফুলের মেলা বসে। বাড়ে ফুলের কদর। সবাই নিজ নিজ প্রিয়জনকে উপহার দিতে প্রথম পছন্দ হিসেবে ফুলকেই বেছে নেন এই দিনে। 

আজকের দিনের এমন স্বাভাবিক ঘটনার পাশাপাশি ব্যতিক্রমী এক ঘটনার সাক্ষী হলো রাজধানীবাসী। পথচারীদের ফুল ও চকলেট বিতরণ করেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। আজ বুধবার সকাল ১০টায় রাজধানীর রামপুরা ব্রিজসংলগ্ন এলাকায় ফুল ও চকলেট বিতরণ কর্মসূচি পালন করা হয় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। 

মূলত যারা ফুটওভার ব্রিজ ব্যবহার করে রাস্তা পার হয়েছে, তাদের হাতেই ফুল ও চকলেট তুলে দিয়েছেন তাঁরা। মানুষকে ফুটওভার ব্রিজ ব্যবহার ও নিরাপদে রাস্তা পারাপারে উৎসাহিত করতেই ট্রাফিক পুলিশের তরফ থেকে এই আয়োজন করা হয়। 

রামপুরা ট্রাফিক জোনের ট্রাফিক ইন্সপেক্টর মো. সোহরাব আহমেদ মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘ফুটওভার ব্রিজ ব্যবহার করুন, নিরাপদে রাস্তা পার হন—এই স্লোগান বাস্তবায়নের লক্ষ্যে এমন কর্মসূচির পরিকল্পনা করেছে ডিএমপি ট্রাফিক বিভাগ।’ 

সোহরাব আহমেদ আরও বলেন, ‘ঢাকায় বেশির ভাগ দুর্ঘটনা ঘটে রাস্তা পারাপারকে কেন্দ্র করে। পাশাপাশি রামপুরা ব্রিজের মতো এত ব্যস্ত রাস্তায় প্রতিদিন হাজারো মানুষ ঝুঁকি নিয়ে রাস্তা পার হয়। তাদের নিরাপদে রাস্তা পার হওয়ার জন্য উদ্বুদ্ধ করতেই প্রাপ্তবয়স্কদের ফুল ও শিশুদের মধ্যে চকলেট বিতরণ করা হয়েছে।’ 

তবে কেবল রামপুর নয়, রাজধানীর মালিবাগের আবুল হোটেল এলাকাসহ বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের এই ফুল ও চকলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে