হোম > সারা দেশ > রাজবাড়ী

পাংশায় ৯০ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার 

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় ৯০ বোতল ফেনসিডিল ও দুই কেজি গাঁজাসহ মো. হাসিবুল (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ (র‍্যাব)। গতকাল শুক্রবার সকালে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে উপজেলার গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

মো. হাসিবুল চুয়াডাঙ্গার জীবননগর থানার বাসিন্দা। তাঁকে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওস) মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বলেন, ‘গতকাল সন্ধ্যায় মামলা দিয়ে হাসিবুলকে থানায় হস্তান্তর করেছে র‍্যাব। আজ শনিবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।’ 

র‍্যাব-১০ ফরিদপুর, সিপিসি-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এম শাইখ আকতার জানান, গতকাল মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় হাসিবুলকে গ্রেপ্তার করা হয়। তাঁর ব্যবহৃত মোটরসাইকেলে মাদকদ্রব্য বহনের সময় ৯০ বোতল ফেনসিডিল ও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাঁর মোটরসাইকেল জব্দ করা হয়। 

হাসিবুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে র‍্যাব কর্মকর্তা জানান, হাসিবুল পেশাদার মাদক ব্যবসায়ী। বেশ কয়েক দিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে মোটরসাইকেলে করে রাজবাড়ী জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করতেন। এ ঘটনায় পাংশা থানায় একটি মামলা রুজু করে তাঁকে হস্তান্তর করা হয়েছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির