হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে গুলিবিদ্ধ সেই রশিদ খানের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

নিজ বাসায় দুর্বৃত্তের গুলিতে আহত নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুন অর রশিদ খান (৭৫) মারা গেছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন মাস পর গতকাল বুধবার বিকেলে তাঁর মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার দুপুরে শিবপুরের মজলিশপুরের গ্রামের বাড়ির সামনের মাঠে তাঁর জানাজা হয়।

এ সময় বীর মুক্তিযোদ্ধা হিসেবে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে হারুন অর রশিদকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে স্বজনেরা জানিয়েছেন।

জানাজায় হারুন অর রশিদের ভাতিজা নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, ভাতিজা ফজলে রাব্বি খান, ছেলে মো. আমিনুর রশীদ খান তাপস বক্তব্য দেন। এ সময় ছেলে তাপস স্থানীয় প্রশাসনের কাছে তাঁর বাবা হারুন অর রশিদ খান হত্যার বিচার দাবি করেন। অন্যথায় প্রধানমন্ত্রীর দ্বারস্থ হবেন বলে জানান। এ সময় তিনি মামলার আসামিদের মদতদাতাদেরও বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

জানাজায় নরসিংদীর জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), সাবেক ও বর্তমান সংসদ সদস্যরা, বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

গত ২৫ ফেব্রুয়ারি সকালে শিবপুর উপজেলা সদরের বাজার সড়কের নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে আহত হন উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ খান। পরে তাঁকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এক মাস পর উন্নত চিকিৎসার জন্য গত ১৩ এপ্রিল ভারতের দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অস্ত্রোপচার শেষে ১ মে দেশে নিয়ে আসা হয়। ৭ মে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার বিকেলে তাঁর মৃত্যু হয়।

গুলির ঘটনার দুই দিন পর উপজেলা পরিষদের চেয়ারম্যানের ছেলে মো. আমিনুর রশীদ খান তাপস বাদী হয়ে শিবপুর থানায় মামলা করেন। মামলায় শিবপুরের পুটিয়া এলাকার আরিফ সরকারকে প্রধান আসামি করে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ১০-১২ জনকে আসামি করা হয়। মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়। আসামিদের মধ্যে নূর মোহাম্মদ নামের একজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। প্রধান আসামিসহ চারজন দুবাইয়ে অবস্থান করছেন বলে জানিয়েছে পুলিশ।

বনানীতে কর্কশিট ও হার্ডবোর্ডের গোডাউনে আগুন

বিপিসি চেয়ারম্যান ওএসডি, আলোচনায় জ্বালানি খাতে দুর্নীতি

রাজধানীর উত্তরায় বাসে আগুন

সাভারে গ্রেপ্তার ২৩ পোশাকশ্রমিককে কারাগারে প্রেরণ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে ৩ ফেব্রুয়ারি

সাভারে পোশাক কারখানায় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ২৩

এনবিআরের তারেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীর কদমতলীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যার

পল্লবীতে মুদিদোকানিকে গুলি, খিলক্ষেতে নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত

উত্তরায় ফার্নিচার মার্কেটে আগুন, ৬ দোকান পুড়ে ছাই