ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ১০ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
ডিএমপি হেডকোয়ার্টার্সের আদেশে জানানো হয়, কল্যাণ ও ফোর্স বিভাগের (কোয়ার্টার মাস্টার) মোহাম্মদ ইমরুলকে একই বিভাগের (ফোর্স), মো. হালিমুল হারুনকে (সচিবালয় নিরাপত্তা), মো. হাবিবুর রহমানকে লালবাগ বিভাগ (পেট্রল-কোতোয়ালি), সৌম্য শেখর পালকে (ডেভেলপমেন্ট) ও এস. এম হাসান সিদ্দিকীকে প্লানিং, রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ (ট্রেনিং) হিসেবে বদলি করা হয়েছে।
আদেশে আরও জানানো হয়, মো. আরিফুল হোসেইন তুহিনকে (সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ), মুহম্মদ মনিরুজ্জামানকে কল্যাণ ও ফোর্স বিভাগ (কোয়ার্টার মাস্টার), গোর্কি চৌধুরীকে (উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন), তরিকুল ইসলামকে (ডিপ্লোমেটিক সিকিউরিটি) ও কপিল দেব গাইনকে (প্রোটেকশন) হিসেবে বদলি করা হয়েছে।