হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে সওজের অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগের (সওজ) অভিযানে সড়কের দুপাশে থাকা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদপুরের মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী পৌরসভার ওয়াপদা মোড় থেকে বঙ্গবন্ধু সড়ক পর্যন্ত প্রায় এক কিলোমিটার এই অভিযান চালানো হয়। 

উচ্ছেদ করা স্থাপনার মধ্যে দোকানপাট, বাড়ির বাউন্ডারি, জর্জ একাডেমির স্কুল মার্কেটের কয়েকটি দোকান ও বাড়িঘরের একাংশসহ বিভিন্ন স্থাপনা রয়েছে। এ সময় রাস্তার দুপাশে রাখা বালু ও গাছের গুঁড়ি অপসারণ করা হয়। 

জানা যায়, অভিযানকালে সড়কের দুপাশে থাকা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সওজ বিভাগ। এতে সড়ক ও জনপথ বিভাগের প্রায় দুই থেকে তিন একর জমি দখলমুক্ত হয়েছে। উচ্ছেদ অভিযান পরিচালনার আগে সার্ভেয়ারের মাধ্যমে সড়ক ও জনপদ বিভাগের জমির সীমানায় লাল পতাকা দিয়ে নির্ধারণ করেন ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেল। 

অভিযান পরিচালনাকারী সড়ক ও জনপথের খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা উপসচিব অনিন্দিতা রায় বলেন, উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য স্থাপনা মালিকদের নোটিশ দেওয়া হয়েছিল। এ বিষয়ে কয়েকবার মাইকিং করে প্রচারণাও চালানো হয়েছিল। কিন্তু অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় বুলডোজার দিয়ে উচ্ছেদ করা হয়। 

উপসচিব আরও বলেন, সরকারি সম্পত্তি দখলমুক্ত করার নিয়মিত অভিযানের অংশ হিসেবেই বোয়ালমারীর কামারগ্রাম ও শিবপুর মৌজার সীমান্ত সওজের জায়গায় এ অভিযান পরিচালনা করা হয়। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। 

অভিযানকালে আরও উপস্থিত ছিলেন উপবিভাগীয় প্রকৌশলী অনুজ কুমার দে, উপসহকারী প্রকৌশলী সুমন কর্মকারসহ ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসনের লোকজন। 

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে