হোম > সারা দেশ > রাজবাড়ী

পদ্মায় ধরা পড়ল সাড়ে ১৭ কেজি ওজনের সিলভার কার্প

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে সাড়ে ১৭ কেজি ওজনের সিলভার কার্প মাছ। পরে মাছটি ১১ হাজার ৩৭৫ টাকায় বিক্রি হয়। আজ শনিবার সকালে ৭ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা নদী থেকে মাছটি ধরেন জাফরগঞ্জ এলাকার স্বদেব হালদার। 

মাছটি বিক্রির জন্য স্বদেব হালদার সকাল ৯টার দিকে দৌলতদিয়া বাজারে অবস্থিত মোহন মন্ডলের মৎস্য আড়তে নিয়ে আসেন। পরে সেখান থেকে ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী সোহেল মোল্লা উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি ৬৫০ টাকা কেজি দরে মোট ১১ হাজার ৩৭৫ টাকা দিয়ে মাছটি কেনেন। সে সময় মাছটি একনজর দেখার জন্য ভিড় করেন উৎসুক জনতা। 

মাছ ব্যবসায়ী সোহেল মোল্লা বলেন, সিলভার কার্প মাছটি আড়ত থেকে কিনে মোবাইলের মাধ্যমে বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হচ্ছে। ১০০ থেকে ২০০ টাকা কেজিতে লাভ পেলে মাছটি বিক্রি করা হবে। 

জেলে স্বদেব হালদার বলেন, ‘আমরা শনিবার খুব ভোরে মাছ ধরতে নদীতে যাই। দীর্ঘক্ষণ জাল ফেলে কিছু না পেয়ে হতাশ হই। সকাল ৭টার দিকে জাল তুলতেই দেখি বড় এই মাছটি আটকা পড়েছে। অনেক দিন পর বেশ বড় একটি মাছ পেয়ে অনেক ভালো লাগছে। মাছটির ভালো দামও পেয়েছি।’ 

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান বলেন, এখন মাঝেমধ্যে পদ্মা নদীতে বড় বড় মাছ ধরা পড়বে। পানি বাড়ার কারণে এ ধরনের মাছ নদীতে পাওয়া যাবে। 

টিপু সুলতান আরও বলেন, নদীতে পানি বেশি থাকলে পাঙাশ, রুই, কাতল, বোয়াল, বাগাড়সহ  দেশীয় বড় প্রজাতির মাছ আরও ধরা পড়বে। তবে সিলভার কার্প মূলত পুকুরের মাছ। এই মাছ নদীতে ধরা পড়ায় অনেকেই অবাক হয়েছেন। আগামী প্রজন্মের জন্য এই মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে বংশ বৃদ্ধি পাওয়াসহ এই মাছ আরও বেশি পাওয়া যাবে। 

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল