হোম > সারা দেশ > ঢাকা

সাভারে নারী পোশাকশ্রমিককে শ্বাসরোধে হত্যা, আটক ১

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রতীকী ছবি

সাভারে লতা আক্তার (২০) নামের এক পোশাকশ্রমিককে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। আজ শনিবার সাভারের তেঁতুলঝরা থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

লতা আক্তার ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার দিয়ানগর গ্রামের আবদুস সালামের মেয়ে। তাঁর স্বামী পরিবহন শ্রমিক। তেঁতুলঝরার জনৈক সোলায়মান মেম্বারের বাড়িতে ভাড়া থেকে লতা স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

লতার বোনের জামাই সানাউল্লাহ বলেন, ‘আজ (শনিবার) দুপুরে লতার ঘরের ভেতর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা আমাকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ দেখে সাভার থানাকে অবহিত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।’

সাভার চামড়া শিল্পনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্বাস উদ্দিন বলেন, ‘পেশাগত কারণে লতার স্বামী তিন দিন ধরে বাড়িতে নেই। এই সময়ের তাঁকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে তাঁর শ্বশুর মাসুদুর রহমান জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এ কারণে তাকে আটক করা হয়েছে।’

তিনি বলেন, ‘লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি তদন্ত অব্যাহত আছে। পরে বিস্তারিত জানানো হবে।’

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন