হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সুনসান হাশেম ফুডস কারখানা

নিজস্ব প্রতিবেদক, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) 

নেই কোনো শব্দ। নেই কারও চলাফেরা। চারদিকে পোড়া গন্ধ। যেন ভূতের বাড়ি। এ দৃশ্য অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত হাশেম ফুডস লিমিটেডের ভবনের। আজ রোববার সকালে সরেজমিন ঘুরে এমন দৃশ্যের দেখা মেলে। 

গতকাল শনিবার ফায়ার সার্ভিসের অভিযান শেষ হওয়ার পর পুরো ভবনটি ফাঁকা হয়ে যায়। ভবনের আশপাশে নেমে আসে নীরবতা। কিছু গণমাধ্যমকর্মী ছাড়া কাউকে দেখা যায়নি। কারখানার ভবনের সামনে পড়ে আছে কিছু পোড়া সরঞ্জামাদি। জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে কারখানার সংশ্লিষ্টরা লাপাত্তা। কেউ ধারেকাছেও আসেননি।

হাশেম ফুডস কারখানায় কর্তব্যরত নিরাপত্তাকর্মী মাহফুজ আজকের পত্রিকাকে বলেন, ‘কালকে ফায়ার সার্ভিসের লোকজন যাওয়ার পর থেকে পুরাটা খালি। সকাল থেকে কেউ আসেনি। কাউকে দেখি নাই। শুধু সাংবাদিক কয়েকজন আসছে।’ 

গত বৃহস্পতিবার বিকেলে ভবনের একটি ফ্লোরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেই রাতেই আগুনের ভয়াবহতা ছড়িয়ে পড়ে পুরো ছয়তলাবিশিষ্ট ভবনটিতে।

এ ঘটনায় মোট ৫২ জনের মৃত্যু হয়। এর জেরে হাশেম ফুডসের চেয়ারম্যান আবুল হাশেমসহ আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল হত্যা মামলা দায়েরের পরই গ্রেপ্তার করা হয় তাঁদের। পরে বিকেলে আদালতে তোলা হলে তাঁদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন