হোম > সারা দেশ > ঢাকা

অবৈধ সম্পদের মামলায় পলাতক সম্রাটের বিচার শুরু, পরোয়ানা জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। ছবি: সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক জাকারিয়া হোসেন অভিযোগ গঠনের নির্দেশ দেন।

সম্রাট আদালতে হাজির না থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন আদালত। অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলায় তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

আদালতের বেঞ্চ সহকারী জাহিদুর রহমান আজকের পত্রিকাকে জানান, আদালতে অনুপস্থিত সম্রাটের পক্ষে তাঁর আইনজীবী সময়ের আবেদন করেন। আদালত আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের নির্দেশ দেন।

২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে এই মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০২১ সালের ২৬ নভেম্বর অভিযোগপত্র দেয় দুদক। অভিযোগপত্রে ২২২ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৪৯৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

২০১৯ সালে ক্যাসিনোবিরোধী অভিযানে ৬ অক্টোবর ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তাঁর সহযোগী এনামুল হক আরমানকে গ্রেপ্তার করে র‍্যাব। সেদিন দুপুরে কাকরাইলে সম্রাটের কার্যালয় থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, পিস্তল, বন্য প্রাণীর চামড়া উদ্ধার করা হয়। বন্য প্রাণীর চামড়া রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান। ৭ অক্টোবর তাঁর বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলা করা হয়। পরে অবৈধ সম্পদ অর্জনের মামলা করে দুদক।

সম্রাটকে ২০২২ সালের ২২ আগস্ট গুরুতর অসুস্থ বিবেচনায় পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিন দেন আদালত। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সম্রাট আর আদালতে হাজির হননি। অস্ত্র ও মাদকের মামলা ঢাকার অন্য দুটি আদালতে বিচারাধীন।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট