হোম > সারা দেশ > ঢাকা

জাপার সাবেক সাংসদ করিম ভরসাকে হাজির করতে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এক ছেলের জিম্মায় থাকা জাতীয় পার্টির সাবেক সাংসদ করিম উদ্দিন ভরসাকে হাজির করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে সাইফুল উদ্দিন ভরসাকে (যাঁর হেফাজতে রয়েছেন) আগামী ৬ মার্চ তাঁর বাবাকে হাজির করতে নির্দেশ দিয়েছেন আদালত। তাঁর ৯ সন্তানের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এই আদেশ দেন। 

একই সঙ্গে করিম উদ্দিন ভরসাকে বাকি ৯ সন্তানের (আবেদনকারী) যৌথ নিরাপদ হেফাজতে কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, রংপুর মহানগর পুলিশের কমিশনার, রংপুর কোতোয়ালি থানার ওসি, ছেলে সাইফুল উদ্দিন ভরসাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আফরোজা ফিরোজ মিতা, কামরুন মাহমুদ, সাবরিনা জেরিন ও এম আবদুল কাইয়ূম। 

আব্দুল কাইয়ূম বলেন, সাইফুল উদ্দিন ভরসা তাঁর বাবাকে নিজের জিম্মায় নিয়ে প্রায় বন্দী করে রেখেছেন। তিনি তাঁর অন্য ভাইবোনদের বাবার সঙ্গে সাক্ষাৎ করতে দিচ্ছেন না। এ জন্য করিম উদ্দিন ভরসার বাকি ৯ সন্তান বাবাকে হাইকোর্টে হাজির করতে হেবিয়াস কর্পাস রিট করেন। 

করিম উদ্দিন ভরসা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ছিলেন। এ ছাড়া ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২৮

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের