রাজধানীর যাত্রাবাড়ি রায়েরবাগ এলাকার একটি বাসায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁর নাম নিশাদ আন্নু (২০)। তাঁর স্বামীর দাবি, সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উত্তর রায়েরবাগ এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই গৃহবধূকে তাঁর স্বামী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে ওই গৃহবধূর স্বামী রানা মিয়া বলেন, তাঁদের দুজনের বাড়ি চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায়। নিশাদের বাবার নাম আব্দুস সবুর। বর্তমানে উত্তর রায়েরবাগে ভাড়া বাসায় থাকতেন। তাঁদের ঘরে দেড় বছরের এক ছেলে সন্তান রয়েছে। তিনি নিজে একজন ব্যবসায়ী। মাঝে মধ্যেই পারিবারিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া হতো।
রানা মিয়া বলেন, রাত ৮টার দিকে তাঁদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এরপর ছেলেকে নিয়ে জুস কিনতে বাইরে যান তিনি। কিছুক্ষণ পর বাসায় এসে দেখেন ভেতর থেকে দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়িওয়ালার সাহায্য নেন। দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁর স্ত্রীকে ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, রায়েরবাগ এলাকা থেকে অচেতন অবস্থায় এক নারীকে তাঁর স্বামী হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বামী দাবি করেন, তাঁর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।