হোম > সারা দেশ > ঢাকা

৫৮২ কোটি টাকার সার আত্মসাৎ: সত্যতা পেয়েছে বিসিআইসি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মেসার্স পোটন ট্রেডার্সের বিরুদ্ধে ৫৮২ কোটি টাকা মূল্যের সার আত্মসাতের অভিযোগের সত্যতা পেয়েছে বাংলাদেশ রাসায়নিক শিল্প করপোরেশন (বিসিআইসি)। মঙ্গলবার হাইকোর্টে সংস্থাটির দাখিল করা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আদালতে ওই প্রতিবেদন উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।

প্রতিবেদনে বলা হয়, ২০২১-২২ অর্থবছরে বিসিআইসির গুদামে ৭১ হাজার ৮০১ টন সার সরবরাহ করেনি সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটনের মালিকানাধীন মেসার্স পোটন ট্রেডার্স। আত্মসাৎ করা এই সারের ক্রয়মূল্য ছিল ৫৫৩ কোটি ৮৮ লাখ টাকা। ক্রয়মূল্যের সঙ্গে অন্যান্য খরচ যোগ করা হলে বিসিআইসি তথা সরকারের মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৫৮১ কোটি ৫৮ লাখ টাকা। এরপর আদালত দুদককে বিষয়টি নিয়ে তদন্ত করে ২৩ জুলাই প্রতিবেদন দিতে নির্দেশ দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল আজকের পত্রিকাকে বলেন, মূলত পোটনের প্রতিষ্ঠান দায়ী। এখন দুর্নীতি দমন কমিশনকে প্রতিবেদন দিতে সময় দিয়ে ২৩ জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন হাইকোর্ট। 

এর আগে ‘৫৮২ কোটি টাকার সার আত্মসাৎ’ শিরোনামে একটি দৈনিকে গত ৫ জানুয়ারি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে তা আমলে নিয়ে স্বপ্রণোদিত হয়ে আদেশ দেন হাইকোর্ট। সার আত্মসাতের বিষয়ে বিসিআইসিকে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। পাশাপাশি দুদককে এ বিষয়ে তদন্তের নির্দেশ দেন আদালত।

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন