হোম > সারা দেশ > মানিকগঞ্জ

হরিরামপুরে ইটভাটা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে আলেফ বিশ্বাস (২৮) নামের ইটভাটা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পিয়াজচর গ্রামের একটি আমগাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

আলেফ বিশ্বাস উপজেলার চালা ইউনিয়নের দিয়াবাড়ি আশ্রয়ণ প্রকল্পের মো. হান্নান বিশ্বাসের ছেলে।

স্বজনদের বরাত দিয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য বলেন, গত ১৮ মে এক প্রতিবেশীর সঙ্গে আলেফের ঝগড়া হয়। এ নিয়ে গতকাল সোমবার মায়ের সঙ্গে আলেফের মনোমালিন্য হয়। এর জেরে মায়ের সঙ্গে রাগ করে আলেফ নিজ বাড়িতে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁর বাবা টের পেয়ে ঘরের বেড়া ভেঙে তাঁকে উদ্ধার করে শাসন করেন। তখন আলেফ স্ত্রীর ওড়না নিয়ে ঘর থেকে বেরিয়ে যান।

ওসি আরও বলেন, গতকাল সোমবার রাত থেকে আলেফ বিশ্বাসকে পাওয়া যাচ্ছিল না। আজ মঙ্গলবার সকালে রামকৃষ্ণপুর ইউনিয়নের পিয়াজচর গ্রামের মৃত ইউনুস মিয়ার বাড়ির পাশের আমগাছে আলেফ বিশ্বাসকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু