হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে পোশাকশ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে মনির হোসেন নামে এক পোশাকশ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার নিশাত মহল্লা বস্তি থেকে লাশটি উদ্ধার করা হয়। 

মনির হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার মুক্তারামপুর কান্দাপাড়া গ্রামের গিয়াস উদ্দিন মিয়ার ছেলে। তিনি দুই স্ত্রীকে নিয়ে ওই বস্তিতে ভাড়া থাকতেন এবং হামিম গ্রুপের সিসিএল পোশাক কারখানায় চাকরি করেন। 

এলাকাবাসী জানান, নিহত মনির হোসেন (৪০) দুই স্ত্রী আয়েশা বেগম ও খাদিজা বেগমকে নিয়ে নিশাত মহল্লা বস্তিতে ভাড়া থাকতেন। তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। সংসারের খরচ চালাতে গিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সুদ ও ধারে টাকা নিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন। এরই জের ধরে স্ত্রীদের সঙ্গে প্রায়ই তাঁর কথা-কাটাকাটি ও ঝগড়ার ঘটনা হতো। 

একপর্যায়ে আজ মঙ্গলবার সকালে তিনি তাঁর ভাড়া বাসার কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে তাঁর প্রথম স্ত্রী আয়েশা তাঁকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ডাক-চিৎকার করেন। এ সময় আশপাশের লোকেরা এগিয়ে এসে দরজা ভেঙে ঘরের সিলিংয়ের সঙ্গে গামছা প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় মনিরকে দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ