হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জ জেলা কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ জেলা কারাগারের তারেক বাইন (৬০) নামে এক হাজতি মৃত্যু হয়েছে। তিনি ভারতীয় নাগরিক। পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিম বিহারের সোনার গ্রামের মরন বাইনের ছেলে তিনি। তাঁর বিরুদ্ধে জাজিরা থানার মামলা হয়। দা কন্ট্রোল অব অ্যান্টি অ্যাক্ট এর ৪ ধারায় সে সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

পুলিশ জানায়, পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে সন্দেহজনক গতিবিধির কারণে ভারতীয় নাগরিক তারেক বাইনতে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। উচ্চ রক্তচাপ জনিত সমস্যা নিয়ে গতকাল রোববার রাত ৮টার দিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে তাকে ভর্তি করা হয়। গতকাল রোববার রাত ৯টার দিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দিকে তিনি মারা যান। 

হাসপাতালের সহকারী পরিচালক অসিত কুমার মল্লিক জানান, গতকাল রাত ৮টার দিকে গোপালগঞ্জ জেলা কারাগার থেকে তারেক বাইন নামে ভারতীয় নাগরিক এক হাজতি হাইপারটেনশন নিয়ে জরুরি বিভাগে আসে। পরে তাঁকে ভর্তি করে চিকিৎসা করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে মারা যায়। জেল সুপারের উপস্থিতিতে ময়নাতদন্ত করার জন্য মর্গে পাঠানো হয়েছে। সেখানে তার মরদেহ সংরক্ষণ করে রাখা হয়েছে। কারণ তিনি একজন বিদেশি নাগরিক। রাষ্ট্রীয় বিধি মোতাবেক মরদেহ হস্তান্তর করা হবে। 

জেল সুপার মো. ওবায়দুর রহমান বলেন, ‘শরীয়তপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাঁকে বিগত ২০২১ সালের ৯ জুলাই শরিয়তপুর জেলা কারাগারে নেওয়া হয়। পরবর্তীতে গত ২০ জানুয়ারি গোপালগঞ্জ জেলা কারাগারে আনা হয়। ওই বন্দী গতকাল রোববার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাত ৮টার দিকে তাঁকে গোপালগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।’ 

ওই হাজতির মরদেহ গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর কারা কর্তৃপক্ষ কর্তৃক ভারতীয় হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করবে বলে জানায় পুলিশ। 

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন